ঘরে মানি প্ল্যান্ট লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। বাস্তু মতে বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে অর্থ পাওয়া যায়। বাড়ি ছাড়াও অফিস বা দোকানেও রাখতে পারেন। আর্থিক সংকট এড়াতে মানুষ বাড়িতে এর ব্যবহার করে। কিন্তু জানেন কি বাড়িতে মানি প্ল্যান্ট রাখতেও কিছু বিশেষ জিনিসের যত্ন নেওয়া প্রয়োজন। মানি প্ল্যান্ট সংক্রান্ত একটি ছোট ভুল একজন ব্যক্তিকে ধ্বংস করে দিতে পারে।
- অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাড়িতে সঠিক দিকে মানি প্ল্যান্ট রাখা খুবই জরুরি। বাড়ির উত্তর-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা উচিত নয়। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে মানুষ ঋণের নীচে চাপা পড়ে যায়। সেই সঙ্গে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। মানি প্ল্যান্ট সবসময় বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখুন।
- মানিপ্লান্ট উদ্ভিদ খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই মনে রাখবেন মানি প্ল্যান্টের লতা যেন মেঝে স্পর্শ না করে। আপনি দড়ি বা লাঠির সাহায্যে এটিকে উপরের দিকে অগ্রসর হওয়ার দিশা দেখাতে পারেন। মানি প্ল্যান্ট লতা অগ্রগতি এবং শান্তির প্রতীক। তাই তাদের কখনোই মেঝেতে ছড়িয়ে পড়তে দেবেন না।
আরও পড়ুন: Tibetan Mantra: ‘ওম মণিপদ্মে হুম’… এই তিব্বতি মন্ত্রের উপকারিতা অনেক! জানেন
- বাস্তু মতে ঘরে শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট মানুষের দুর্ভাগ্যের প্রতীক। এতে বাড়ির আর্থিক অবস্থারও ক্ষতি হয়। তাই মানিপ্লান্টে নিয়মিত জল দিতে থাকুন। যদি এর পাতা শুকোতে শুরু করে, তবে অবিলম্বে সেই অংশগুলি কেটে ফেলুন।
- মানি প্ল্যান্ট সবসময় বাড়ির ভিতরে রাখতে হবে। এই গাছের বিকাশের জন্য খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না। বাস্তু মতে, মানি প্ল্যান্ট কখনই বাড়ির বাইরে লাগানো উচিত নয়। এমনটা করা খুবই অশুভ। এই গাছটি বাইরের পরিবেশে দ্রুত শুকিয়ে যায়। এর পাতা শুকিয়ে গেলে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে।
- বাস্তু মতে, মানি প্ল্যান্ট কখনই কাউকে উপহার দেওয়া উচিত নয়। বলা হয় যে এতে শুক্র রাগ করে। শুক্র গ্রহকে সুখ ও শান্তির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। তাই মানি প্ল্যান্ট অন্যকে উপহার দেওয়া থেকে বিরত থাকুন।
আরও পড়ুন: Chardham Yatra 2022: খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা, জানুন মন্দিরের ৮ টি অজানা রহস্য