দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর। ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানায়। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। তাই তো বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গাপুজো (Durga Puja) একটি। ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব।
জানুন এই বিজয়াতে সকলকে হোয়াট অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Subho Bijaya Wishes) দিতে পারেন আপনি।
বিজয়ার শুভেচ্ছা
- আজ মায়ের বাড়ি ফেরার পালা। আমার তরফ থেকে তোমাদের পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সুস্থ থাকো, ভালো থাকো।
- দশমীতে বিদায়ের সুরে কাঁদে সবার মন। শুভ বিজয়ার প্রণাম রইল গুরুজনের প্রতি। ভালোবাসা ও স্নেহ জানাই আমার বন্ধু ও ছোটদের।
- উৎসবের আজ শেষ বেলা, শুরু হবে সিঁদুর খেলা, মনের মাঝে রেখে মাকে, বিদায়ের সুর বাজবে ঢাকে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।
- দশমী মানেই আবার আরেকবছরের অপেক্ষা শুরু। এই দিনটি মাকে বিদায় জানানোর দিন। শুভ বিজয়ার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা।
- দশমী মানেই মন ভার করা দিন। এই দিন প্রতিমা নিরঞ্জনের দিন। তোমাকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই।
- সুখের স্মৃতি রেখো মনে, মিশে থেকো আপনজনে, মান অভিমান সকল ভুলে, আশার প্রদীপ রেখো জ্বেলে, মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে। শুভ বিজয়া।
- বিজয়া মানেই সব কিছু ভুলে আলিঙ্গনের দিন। এই দিনটির শুভেচ্ছা রইল তোমার জন্য। গুরুজনদের প্রণাম জানিও আমার।
- বিজয়া মানেই যেমন মায়ের বিসর্জন। তেমনই আবার মিষ্টিমুখের বড় আয়োজন। গুরুজনদের প্রণাম জানিও আমার।
- অনেক স্বপ্নপূরণ করে, মা চলে যান কোন সুদূরে, মায়ের আসা মায়ের যাওয়া, নতুন খুশির নতুন হাওয়া, দুঃখ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে! শুভ বিজয়া দশমী ।
- মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের বাজনা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী ।