to get sucess in life women wear shoes as per their zodiac signs

স্টিলেটো না স্যান্ডাল? মহিলারা বাজিমাত করতে জুতো পরুন রাশি মেনে

জ্যোতিষে রাশি অনুযায়ী মহিলাদের কোন জুতো পরা উচিত সে বিষয় উল্লেখ রয়েছে। এই জুতোগুলি একদিকে যেমন যে কোনও মহিলাকে স্টাইলিশ করে তুলবে, তেমনই তাঁদের আত্মবিশ্বাসীও বানাবে। দেরি না-করে জেনে নিন, কোন জুতোটি আপনার জন্য উপযুক্ত।

​মেষ রাশি

বোল্ড, বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র ভাবে শক্তিশালী হওয়ায় এই রাশির জাতিকাদের গ্ল্যাডিয়েটার (Gladiator) ব্যবহার করা উচিত।

বৃষ রাশি

সকলের থেকে পৃথক দেখাতে এবং স্টেটমেন্ট গড়ে তুলতে ভয় না-পেলে ট্যান হিল্ড স্লিপঅন (heeled slipons) ব্যবহার করার পরমর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতিকাদের।
​মিথুন রাশি

এই জাতিকারা স্ট্র্যাপ দেওয়া, উজ্জ্বল রঙের স্টিলেটো (stilettoes) পরতে পারেন। সাধারণের মধ্যে নিজেকে জড়িয়ে রাখার বিশ্বাসী নন এই মুক্তমনা জাতিকারা।
​কর্কট রাশি

আপনারা এক জোড়া লোফার (loafer) বেছে নিতে পারেন, যা আপনার আউটফিটকে পলিশড অথচ প্র্যাক্টিক্যাল করে তুলবে।
​সিংহ রাশি

ওয়েজেস (Wedges) স্টাইলের জুতো আপনাদের বেশ মানাবে। মেয়েলি গঠন বজায় রাখার পাশাপাশি উচ্চতাও প্রদান করবে এই জুতো।
​কন্যা রাশি

ব্যালেরিনা (ballerinas) এই জাতিকাদের জন্য উপযুক্ত হবে। পেশা ও ব্যক্তিগত জীবন— সর্বক্ষেত্রের জন্যই মানানসই এই জুতো।
​তুলা রাশি

হিল দেওয়া স্যান্ডাল (heeled sandals) আপনার আভিজাত্য ও আমুদে প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
​বৃশ্চিক রাশি

স্ট্র্যাপ যুক্ত স্টিলেটোয় (strappy stilettoes) আপনারা যদি নিজের পথ তৈরি করতে না-পারেন, তা হলে আর কেউই তা করতে পারবে না। কালো, সাদা বা নিউডের মতো নিরপেক্ষ রঙ ব্যবহার করবেন।
​ধনু রাশিনিজের ভ্রমণের স্বপ্নকে সন্তুষ্ট করার জন্য স্ট্রাডি বুট (sturdy boots) বা স্নিকার (sneakers) ব্যবহার করা উচিত ধনু জাতিকাদের।​মকর রাশি

আপনার শক্তিশালী ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য কালো পাম্প (pumps) জুতো ব্যবহার করুন।
​কুম্ভ রাশি

এই রাশির জাতিকারা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। অ্যাঙ্কেল লেন্থ বুটি (ankle length booties)-তে তাঁদের স্বাধীনতা আরও প্রখর হয়ে ওঠে।
​মীন রাশিএই রাশির মহিলারা এক্সপেরিমেন্ট করে দেখতে চান না। আপনারা নিউড স্টিলেটো (stilettoes)-এ স্টাইলিশ দেখাবেন। আপনারা যতই স্বচ্ছন্দে থাকবেন, ততই আত্মবিশ্বাসী দেখাবেন।