জ্যোতিষে রাশি অনুযায়ী মহিলাদের কোন জুতো পরা উচিত সে বিষয় উল্লেখ রয়েছে। এই জুতোগুলি একদিকে যেমন যে কোনও মহিলাকে স্টাইলিশ করে তুলবে, তেমনই তাঁদের আত্মবিশ্বাসীও বানাবে। দেরি না-করে জেনে নিন, কোন জুতোটি আপনার জন্য উপযুক্ত।
মেষ রাশি
বোল্ড, বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র ভাবে শক্তিশালী হওয়ায় এই রাশির জাতিকাদের গ্ল্যাডিয়েটার (Gladiator) ব্যবহার করা উচিত।
বৃষ রাশি