মহালয়ার পর থেকেই দেবীপক্ষ ৷ আর এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ রাজ্য-সহ দেশের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর পাশাপাশি পালিত হয় নবরাত্রি (Navratri) ৷ সেই নবরাত্রির সূচনা হল আজ থেকে ৷
কথিত আছে মহিষাসুর বধের জন্য ন’দিন ন’টি রূপে আবির্ভূতা হয়েছিলেন দেবী দুর্গা। রাবণ বধের প্রাক্কালে রামচন্দ্র অকালবোধন করেন মহাশক্তির। আশ্বিন মাসের শুক্ল পক্ষের ৯ টি রাত ধরে শক্তির উপাসনা করেন তিনি। ৯ রাতে আদ্যাশক্তি মহামায়ার ৯টি রূপ কল্পনা করেন। নবদুর্গার সেই নটি রূপের মহিমা আলাদা। নবরাত্রির প্রথম দিন, অর্থাৎ প্রতিপদ তিথিতে দেবী দুর্গার শৈলপুত্রী রূপের পুজো করা হয়। ‘শৈলপুত্রী’ মানে শিলা বা পর্বতের কন্যা। ইনিই নবদুর্গার প্রথম রূপ। (Shailaputri)
আরও পড়ুন: Pitru Paksha 2022: পিতৃ ঋণ থেকে মুক্তি পেতে শ্রাদ্ধ ও পিন্ড দান কোথায় করবেন জেনে নিন
নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপনের রীতি মেনে চলুন। নবরাত্রির অন্যতম গুরুত্বপূর্ণ প্রথা হল ঘটস্থাপন। শুক্লপক্ষের প্রতিপদে স্থাপন করতে হয় ঘট। সিঁদুর, হলুদ, চন্দন, বাদামি নারকেল এবং আমের পাতা সহ কলশ দিয়ে পঞ্চোপচারে পুজো করা হয় এই দেবীর। আরতি করা হয় কর্পূর জ্বালিয়ে। ঘি, ছানা, মিষ্টি দেবীর প্রিয় প্রসাদ। তাই এইদিন খাঁটি গব্যঘৃত বা ঘিয়ের তৈরি মিষ্টি দিয়ে দেবীর পুজো করেন ভক্তরা। (Shailaputri)
দেবী শৈলপুত্রীর প্রিয় রং লাল। এছাড়া, সাদা রং তাঁর বিশেষ পছন্দের। এই রং পবিত্রতা আর সরলতার প্রতীক। তাই নবরাত্রির প্রথম দিন সাদা রঙের পোশাক পরেই দেবী আরাধনায় মন দেন ভক্তেরা।
আরও পড়ুন: Mahalaya 2022 : মহালয়া কি, কেন পালন করা হয়, জানুন তার ইতিহাস?