বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2023) হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। এই বিশেষ দিনে ছোট থেকে বড় সবাই ব্যস্ত থাকে ঘুড়ি ওড়াতে। এই দিনটি আসলে শিল্পীদের, কারিগরদের এবং সকল শ্রমিকদের পৃষ্ঠপোষক দেবতা বিশ্বকর্মার উদ্দেশ্যে পালিত হয়। বিশ্বকর্মা পুজোয় শিল্পী, কারিগর এবং শ্রমিকরা বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করে পূজা করেন। তারা তাঁদের সরঞ্জাম ও যন্ত্রপাতিও পূজা করেন।
২০২৩ সালের বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2023) পালিত হবে ১৮ই সেপ্টেম্বর। বিশ্বকর্মার পুজো সাধারণত হয় ভাদ্র সংক্রান্তি অর্থাত্ ভাদ্র মাসের শেষ তারিখে। ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে। এই পাঁচটি মাসে প্রায় বাঁধা ধরা দিন থাকে মোট ১৫৬। এই নিয়ম অনুসারে বিশ্বকর্মা পুজো বাংলা পঞ্জিকা মতে যে তারিখটিতে হয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে। কোনও বছরে যদি এই পাঁচ মাসের মধ্যে কোনওটা যদি ২৯ বা ৩২ দিনের হয়, একমাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন পিছিয়ে বা এগিয়ে যায়। এটি খুবই ব্যতিক্রমী ঘটনা।যা এবছর ঘটবে।
আরও পড়ুন: Bipodtarini puja 2023: কাল বিপত্তারিণী পুজো, জানুন কীভাবে পালন করবেন এই ব্রত
বৃহদ্দেবতা গ্রন্থ অনুসারে বিশ্বকর্মা হলেন, ‘বর্ষাকালীন সূর্য’। গ্রীষ্মকাল শেষ হয়েছে। মাটি শুষ্ক, রুক্ষ হয়েছে। বর্ষার জল ব্যতিরেকে শস্য উৎপাদন সম্ভব নয়। যিনি বিশ্বের কর্ম বা কৃষিকর্ম সৃষ্টি করেন, সূচনা করেন, তিনিই বিশ্বকর্মা। ধরিত্রী শস্য শ্যামলা না হলে দেবী মহাশক্তির আবির্ভাব হবে কী করে? তাই বিশ্বকর্মা আসেন, ধরিত্রীকে সজ্জিত করেন, তবেই দেবী উপস্থিত হন আমাদের দুয়ারে। বিশ্বকর্মা পূজার ঢাকের বাদ্দি আমাদের মনকে মাতৃমুখী করে তোলে। আশ্বিন শুরু হয়, সূচনা হয় আগমনী গানের।
অরন্ধন কী?
বিশ্বকর্মা পূজার সঙ্গে বেশ কিছু আচার যুক্ত হয়ে আছে যার সঙ্গে বিশ্বকর্মা আরাধনার কোনও সম্পর্ক নেই। যেমন অরন্ধন। ভাদ্র সংক্রান্তির দিন, অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন অরন্ধন পালিত হলে সেই অরন্ধনকে ‘বৃদ্ধারন্ধন’ বলে। আর ভাদ্র মাসের অন্য যে কোনও দিন হলে তাকে ‘ইচ্ছারন্ধন’ বলা হয়। অরন্ধন মূলত একটি ব্রত। অরন্ধন দিনে কোনো রান্না করা যাবে না। এই ব্রততে বাসি অন্ন-ব্যঞ্জন দেবী মনসাকে উতসর্গ করে গ্রহণ করা হয়। এর সঙ্গে প্রত্যক্ষভাবে বিশ্বকর্মা পূজার সম্পর্ক নেই। কিন্তু পরবর্তীকালে তা সংযুক্ত হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Kaushiki Amavasya 2023: আজই কৌশিকী অমাবস্যা! তিথি কতক্ষণ? কেন এই রাতকে ‘তারা রাত্রি’ বলা হয় জানেন?