নিউমেরোলজি অনুসারে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৪-এর মধ্যে এই সপ্তাহটি বিভিন্ন মূলাঙ্কের জাতকদের কার কেমন কাটতে চলেছে সেই বিষয়টি আলোচনা করা হল এখানে। এই সপ্তাহে কন্যা রাশিতে থাকছে বুধাদিত্য রাজযোগ। এর পাশাপাশি এই সময় থাকছে মূল ত্রিকোণ রাজযোগ। এর ফলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কী ঘটতে চলেছে বিভিন্ন মূলাঙ্কের জাতকদের ভাগ্যে তা দেখে নেওয়া যাক।
নিউমেরোলজি অনুসারে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৪-এর মধ্যে এই সপ্তাহটি বিভিন্ন মূলাঙ্কের জাতকদের কার কেমন কাটতে চলেছে সেই বিষয়টি আলোচনা করা হল এখানে। এই সপ্তাহে কন্যা রাশিতে থাকছে বুধাদিত্য রাজযোগ। এর পাশাপাশি এই সময় থাকছে মূল ত্রিকোণ রাজযোগ। এর ফলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কী ঘটতে চলেছে বিভিন্ন মূলাঙ্কের জাতকদের ভাগ্যে তা দেখে নেওয়া যাক।
মূলাঙ্ক ১
- মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখের জাতকদের মূলাঙ্ক ১।
- কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে।
- সপ্তাহের দ্বিতীয়ার্ধে জীবনে আচমকা উন্নতি হবে।
- আর্থিক বিষয়ে সাবধান হতে হবে।
- প্রেম জীবনে দুঃখ থাকবে।
মূলাঙ্ক ২
- মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখের জাতকদের মূলাঙ্ক ২।
- পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাবেন।
- কর্মক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।
- বেশি পরিশ্রম করলে আর্থিক লাভ হবে।
- সপ্তাহের শেষে সম্মান লাভ করবেন।
মূলাঙ্ক ৩
- মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখের জাতকদের মূলাঙ্ক ৩।
- কেরিয়ারে উন্নতির যোগ আছে।
- আপনার নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য লাভজনক হবে।
- আর্থিক ভাবে ভালো সময়।
- সপ্তাহের শেষে জীবনে শান্তি থাকবে।
মূলাঙ্ক ৪
- মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখের জাতকদের মূলাঙ্ক ৪।
- বিনিয়োগ থেকে আর্থিক লাভ হবে।
- প্রেমের সম্পর্ক মজবুত হবে।
- পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাবেন।
- সপ্তাহের শেষে মনে টেনশন থাকবে।
মূলাঙ্ক ৫
- মাসের ৫, ১৪ বা ২৩ তারিখের জাতকদের মূলাঙ্ক ৫।
- চলতি সপ্তাহে জীবনে উন্নতি হবে।
- আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
- আচমকা প্রচুর অর্থলাভ হতে পারে।
- সপ্তাহের শেষে প্রতিকূল পরিস্থিতি দেখা দিতে পারে।
মূলাঙ্ক ৬
- মাসের ৬, ১৫ বা ২৪ তারিখের জাতকদের মূলাঙ্ক ৬।
- কঠোর পরিশ্রম করলে ঠিক সাফল্য পাবেন।
- ব্যক্তিগত সম্পর্কে অশান্তি দেখা দেবে।
- খরচ বাড়বে।
- পরিবারের প্রবীণদের আশীর্বাদ পাবেন।
মূলাঙ্ক ৭
- মাসের ৭, ১৬ বা ২৫ তারিখের জাতকদের মূলাঙ্ক ৭।
- আর্থিক দিক থেকে সময়টি অনুকূল।
- যে কাজ করবেন, তাতেই সাফল্য পাবেন।
- প্রেম জীবনে সুখ থাকবে।
- সপ্তাহের শেষ ভাগ ভালো কাটবে না।
মূলাঙ্ক ৮
- মাসের ৮, ১৭ বা ২৬ তারিখের জাতকদের মূলাঙ্ক ৮।
- রোম্যান্টিক ভাবে সপ্তাহটি কাটবে।
- আর্থিক উন্নতির জন্য কোনও দরকারি সিদ্ধান্ত নিতে হবে।
- কর্মক্ষেত্রে নানা সমস্যা আসবে।
- সপ্তাহের শেষ ভাগে জীবনে শান্তি ফিরবে।
মূলাঙ্ক ৯
- মাসের ৯, ১৮ বা ২৭ তারিখের জাতকদের মূলাঙ্ক ৯।
- কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে।
- জীবনে সুখ শান্তি বজায় থাকবে।
- পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাবেন।
আচমকা বড় খরচের ধাক্কা আসবে।