Jagadhatri Puja 2023: who started Jagadhatri Puja, know it's beackgorund

Jagadhatri Puja 2023: কে প্রথম শুরু করেন জগদ্ধাত্রী পুজো ? জানুন এর পৌরাণিক কাহিনী,

বাংলার নদীয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধারতি পূজা শুরু করেছিলেন। জগদ্ধাত্রী পূজা কৃষ্ণনগর, রিষড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, হুগলি, বয়ঞ্চিতে খুবই জনপ্রিয়।পূজাটি পরে চন্দননগরের বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়, যেখানে এখন পরিবারের অনেক সদস্য বাস করেন। দেবতার সঠিক ইতিহাস অজানা, তবে পারিবারিক নথিতে এটি 1640 সালের দিকের। চন্দননগরের উৎসবের সৌন্দর্য মূলত ফরাসি ও বাঙালিদের মধ্যে যৌথ ধারণার কারণে।

জগদ্ধাত্রী ত্রিনয়নী ও চতুর্ভূজা। শঙ্খ, চক্র, তির ও ধনুক ধারণ করেছেন হাতে। সিংহ তাঁর বাহন। লোহিত বস্ত্র পরিহিতা, অলঙ্কারে ভূষিতা জগদ্ধাত্রী নাগ যজ্ঞোপবীতধারিণী। মমতাময়ী জগদ্ধাত্রীর আশীর্বাদে সমগ্র সমাজ ধন্য। কিন্তু অত্যাচারী ও দূরাচারীর জন্য তিনি স্বয়ং কাল ভৈরবী। জগদ্ধাত্রীর সৃষ্টি সম্পর্কে একাধিক পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়।

জগদ্ধাত্রীর সৃষ্টি সম্পর্কে একটি পুরাণ থেকে জানা যায়, মহিষাসুর বধের পর অত্যধিক উল্লসিত দেবতাদের দর্প চূর্ণ করার জন্য দেবীর এই রূপের সৃষ্টি। মহিষাসুর বধের পর দেবতারা ভাবতে শুরু করেন দুর্গা যেহেতু তাঁদেরই সম্মিলিত শক্তির প্রকাশ, তাই অসুর বধের সমস্ত কৃতিত্ব তাঁদেরই। দুর্গার উৎপত্তি কেবলই ব্রহ্মার বরের সম্মানরক্ষার্থে। দেবতাদের অহংকার চূর্ণ করতে ও শক্তি পরীক্ষার উদ্দেশে একটি তৃণখণ্ড তাঁদের দিকে ছুড়ে দেন দেবী। কিন্তু ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণ দেব— কেউই সেই তৃণকে আটকাতে পারেননি। দেবতাদের ব্যর্থতা দেখে তাঁদের সামনে আবির্ভূতা হন স্বয়ং জগদ্ধাত্রী। এই সামান্য তৃণখণ্ডের মাধ্যমে তিনি দেবতাদের বুঝিয়ে দেন যে তিনিই এই জগতের ধারিণী শক্তি।

আবার অপর একটি ধারণা অনুযায়ী, একদা যক্ষ দেব বায়ু দেবকে প্রশ্ন করেন, তিনি নিজের ক্ষমতার সাহায্যে কী কী করতে পারেন। এর উত্তরে বায়ু জানান, যত উঁচু পাহাড়ই হোক না-কেন, তিনি তা পার করতে পারবেন। এমনকি ব্রহ্মাণ্ডের গতির চেয়েও তীব্র গতিতে তিনি ব্রহ্মাণ্ডের পরিক্রমা করতে পারবেন। এর পরই তাঁর পরীক্ষা নিতে প্রস্তুত হন যক্ষ। এক অতি সূক্ষ্ম রূপ ধারণ করে বায়ুকে সেই রূপ নষ্ট করে দেখাতে বলেন তিনি। কিন্তু যক্ষের কোনও ক্ষতিই করতে পারেন না বায়ু। এমনকি অন্য সমস্ত দেবতাও একে একে পরাস্ত হন। পরাজয়ের পর নিজের অহংকারী স্বভাবের আভাস পান দেবতারা। যে দেবীর কৃপায় দেবতারা তাঁদের সাম্রাজ্য ফিরে পেয়েছেন, তাঁর কাছে ফিরে যাওয়ার নির্দেশ দেন যক্ষ। এর পরই জগদ্ধাত্রীর শরণে যান দেবতারা।