আপনিও যদি কোথাও আপনার আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে অসতর্ক হন বা অসাবধানতার সঙ্গে তা শেয়ার করেন তাহলে সতর্ক হোন। আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে। সরকার শুধুমাত্র মাস্কড আধারই শেয়ার করতে পরামর্শ দিচ্ছে।
উল্লেখ্য, এর আগে মোদি সরকারই কিন্তু বহু জায়গায় আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এবার ভিন্ন কথা জানাল মন্ত্রক। কিন্তু কীভাবে ডাউনলোড করা যাবে মাস্কড আধার? এর জন্য আপনাকে যেতে হবে myaadhaar.uidai.gov.in-এ। সেখানে গিয়ে মাস্কড আধারের যে অপশন রয়েছে তাতে ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করলেই সেটি ডাউনলোড করে নিতে পারেন। জেনে নিন বিশদে-
আরও পড়ুন: Twitter: জল্পনার অবসান, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ট্যুইটার কিনলেন এলন মাস্ক
- UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে।
- প্রথমে সেখানে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বরটি দিন।
- এরপর ‘ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার’ অপশনে ক্লিক করুন।
- এবার মাস্কড আধারের কপি ডাউনলোড করে নিন।
এদিকে কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, হোটেল কিংবা সিনেমা হলের মতো সংস্থা যাদের লাইসেন্স নেই, তারা আধার কার্ড জমা রাখতে পারবে না। প্রত্যেক নাগরিককে বলা হয়েছে, তাঁরা যেন নিশ্চিত করে নেন যে সংস্থার সঙ্গে আধার শেয়ার করছেন, তারা UIDAI থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা।
সেই সঙ্গে আরও জানানো হয়েছে সাইবার ক্যাফের কম্পিউটার থেকে আধার কার্ড ডাউনলোড না করতে। তবে যদি করতেই হয়, তাহলে যেন ক্যাফে ছাড়ার আগে কম্পিউটারে সেভ থাকা আধার কার্ডের ডাউনলোডেড কপি ডিলিট করে দেওয়া হয়।
আরও পড়ুন: এবার WhatsApp-এ পেয়ে যান প্যান থেকে ড্রাইভিং লাইসেন্স, কীভাবে, জানুন