Facebook, Instagram, Messenger users report sudden log out, cannot log back in

Facebook: নিজে থেকেই ‘লগ আউট’ ফেসবুক এবং ইনস্টাগ্রাম! সমস্যা কোথায় স্পষ্ট নয় এখনও

বিশ্বজুড়ে হঠাত্ই অচল ফেসবুক ও ইনস্টাগ্রাম। আচমকাই লগড আউট হয়ে গেল অগুন্তি অ্যাকাউন্ট। চাঞ্চল্য নেটপাড়ায়।  মেটাতে সমস্যা দেখা দিতেই নেটিজেনরা সরব হয়েছেন এক্স হ্যান্ডেলে।

জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ছ’ টার পর থেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। যেমন কেউ কোনও কিছু পোস্ট করার পর এডিট করতে গেলে ‘এরর’ দেখানো হচ্ছিল। তবে এভাবে যে নিজে থেকে অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে, তা কেউ কল্পনা করেননি। কী কারণে এই সমস্যা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা মেটার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

মনে করা হচ্ছে, টেকনিক্যাল কোনও ত্রুটির কারণেই সমস্যা হয়েছে।সোশ্যাল নেটওয়ার্কের অন্যতম মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম। সেখানে আচমকা এরকম বিভ্রাট নেমে আসায় উদ্বেগ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। কারণ, ঠিক কী সমস্যা, কতক্ষণেই বা ঠিক হবে, কোনও কিছুই এখনও স্পষ্ট নয়।

(বিস্তারিত আসছে)