'Govt Will Not Levy Any Charges On UPI Payment': Ministry Of Finance

UPI Payments: লেনদেনে লাগবে না বাড়তি চার্জ, মানুষের শঙ্কা কাটিয়ে জানাল কেন্দ্র

ইউপিআই পরিষেবার জন্য কোনও চার্জ ধার্য করার বিষয়ে সরকার ভাবছে না। খরচ পুনরুদ্ধারের জন্য পরিষেবা প্রদানকারীদের অন্যান্য উপায় ভাবতে হবে। গ্রাহকদের উদ্বেগ কাটিয়ে জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

রবিবার অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা Unified Payments Interface) হল ডিজিটাল মাধ্যমে প্রাপ্ত পণ্য। ইউপিআই পরিষেবায় কোনওরকম বাড়তি চার্জ চাপানোর বিষয়ে কোনও ভাবনাচিন্তাই নেই কেন্দ্রীয় সরকারের। খরচ তোলা নিয়ে UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির যে উদ্বেগ আছে, তা অন্য কোনও উপায়ের মাধ্যমে কাটাতে হবে।’

আরও পড়ুন: Vivo T1x: সস্তায় গেমিং ফোন আনল ভিভো, থাকছে 5,000 mAh ব্যাটারি- 50 MP ক্যামেরা

অর্থ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, ‘গত বছর ডিজিটাল পেমেন্টে উৎসাহ জোগানোর জন্য আর্থিক সাহায্য় প্রদান করেছিল সরকার। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা যাতে আরও সাদরে গ্রহণ করা হয় এবং (ডিজিটাল) পেমেন্ট প্ল্যাটফর্মের প্রচারের জন্য চলতি বছরও একই কাজ করা হয়েছে।’

সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, ইউপিআই পরিষেবার ক্ষেত্রে বাড়তি চার্জ চাপানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। যদিও রবিবার অর্থ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, সেরকম কোনও ভাবনাচিন্তা করছে না সরকার।

আরও পড়ুন: VLC Media Player: দেশে নিষিদ্ধ ভিএলসি মিডিয়া প্লেয়ার, কেন এই পদক্ষেপ?