নতুন ম্যালওয়ারের মাধ্যমে ডেটা চুরির প্রচেষ্টায় রয়েছে হ্যাকাররা। এর মাধ্যমে আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস করা হতে পারে। এমনকি আপনার আর্থিক ক্ষতিও হতে পারে।
এই নয়া ম্যালওয়্যারের নাম Fleckpe। উদ্বেগজনক বিষয়টি হল, ইতিমধ্যেই Google Play Store-এর বেশ কিছু অ্যাপে এর হদিশ মিলেছে। বিশেষজ্ঞদের ধারণা, প্রা ৬০ লক্ষেরও বেশি ব্যবহারকারীর স্মার্টফোনে এই অ্যাপগুলি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জনসাধারণের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
সাইবার নিরাপত্তা সংস্থা Kaspersky এই ভয়ানক ম্যালওয়ারের সন্ধান পেয়েছে। তারা জানিয়েছে, গত বছর থেকেই এই ম্যালওয়ার সক্রিয় রয়েছে। এটি এখনও পর্যন্ত অনেক ব্যবহারকারীকেই তার ‘শিকার’ বানিয়েছে।
সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কাই-এর তালিকা অনুযায়ী এই সংক্রামিত অ্যাপের তালিকায় রয়েছে, HD 4K ওয়ালপেপার, ফিঙ্গারটিপ গ্রাফিটি, মাইক্রোক্লিপ ভিডিও এডিটর, বিউটি ক্যামেরা প্লাস, বিউটি ফটো ক্যামেরা, নাইট মোড ক্যামেরা প্রো, জিআইএফ ক্যামেরা এডিটর প্রো এবং ফটো ইফেক্ট এডিটর।
রিপোর্টে বলা হয়েছে, থাইল্যান্ড, পোল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের ব্যবহারকারীরা এই ম্যালওয়্যারের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এখনও যদি এই অ্যাপগুলির মধ্যে কোনওটি আপনার ফোনে উপস্থিত থাকে তবে অবিলম্বে তা আনইনস্টল করুন।
আরও পড়ুন: Robot Baby: রোবটের সাহায্যে জন্ম নিল ফুটফুটে দুই শিশু! প্রযুক্তিতে অবাক দুনিয়া