এবার আপনার স্মার্টওয়াচ থেকেও WhatsApp ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে Apple Watch কিনতে হবে না। স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য যা দরকার, তা হল WearOS 3 অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এমন কোনও স্মার্টওয়াচ। Meta সম্প্রতি একটি ডেডিকেটেড WhatsApp অ্যাপ লঞ্চ করেছে সেই সব স্মার্টওয়াচের জন্য, যেগুলি WearOS 3 দ্বারা চালিত। এর সাহায্যে হাতের কব্জি থেকেই স্মার্টওয়াচ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দিতে পারবেন সরাসরি।(Now take WhatsApp calls directly from smartwatch. Meta’s new app details here)
হোয়াটসঅ্যাপ কল এলে তা-ও রিসিভ করতে পারবেন। এখন আপনার স্মার্টওয়াচেও যদি এই অপারেটিং সিস্টেম থাকে, তাহলে তাতে কীভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন, সেই পদ্ধতিটি জেনে নিন।
স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ চালাতে WearOS 3 অপারেটিং সিস্টেমের পাশাপাশিই আপনাকে নিশ্চিত করতে হবে তাতে যেন লেটেস্ট ফার্মওয়্যারটি থাকে। সেই সঙ্গেই আবার হোয়াটসঅ্যাপ ইনস্টলেশন প্রক্রিয়াটি চালানোর জন্য যেন তাতে যথেষ্ট চার্জও থাকে।
কীভাবে ইন্সটল করবেন
- প্রথমে আপনার স্মার্টওয়াচ থেকে Google PlayStore খুলুন।
- সেখানে গিয়ে WhatsApp সার্চ করে, তারপর তা সিলেক্ট করুন।
- এবার Install অপশনে ক্লিক করুন।
- ইনস্টল হয়ে গেলে আপনার স্মার্টওয়াচ থেকে WhatsApp খুলুন।
- তারপরে আপনাকে একবার ফোন থেকে WhatsApp খুলতে হবে এবং নিশ্চিত করতে হবে, আপনি একটি নতুন ডিভাইস লিঙ্ক করছেন।
- এবার আপনি একটি আট-সংখ্যার আলফা নিউমেরিক কোড পেয়ে যাবেন আপনার ঘড়িতে।
- সেই কোডটি আপনার ফোনে দিয়ে দিন।
- এখন আপনি যদি সফল ভাবে স্মার্টওয়াচটি লিঙ্ক করাতে পারেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কড ডিভাইস লিস্টে স্মার্টওয়াচটি হাজির হবে Wear OS হিসেবে।
- আবার আপনার স্মার্টওয়াচটি যদি ওয়াই-ফাই ওনলি হয়, তাহলে আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন স্মার্টওয়াচটি একটি ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করলেই।
- একই রকম ভাবে আপনার স্মার্টওয়াচ যদি সেলুলার মোডে থাকে, তাহলে Wi-Fi নেটওয়ার্ক ছাড়াই আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেয়ে যাবেন।