Nokia G11 Plus with Face Unlock feature, launched in India: Check price, specs

Nokia G11 Plus: ফুল চার্জে চলবে টানা তিনদিন! ফোন বাজারে নোকিয়ার নয়া ধামাকা

দেবষ্মিতা দত্ত

দিন দিন উন্নতির শিখরে টেক জায়ান্ট নোকিয়া। নতুন ঝড়ে টেক বাজারের আবহাওয়া গরম করতে এলো নোকিয়া জি১১ প্লাস (Nokia G11 Plus)। তবে কি এই টেক মডেলটির হাত ধরেই হারানো জনপ্রিয়তা ফের অর্জন করতে চলেছে এই টেক জায়ান্ট!

এই স্মার্ট ফোনের ফিচার-

  • মাত্র ১২৪৯৯ টাকায় পাওয়া যাবে ৪ জিবি রাম।
  • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
  • ৯০ হার্জ (hz) রিফ্রেশ রেট।
  • ৬.৫ ইঞ্চি HD ডিসপ্লে।
  • ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।
  • এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
  • ইউএনআইএসওসি টি৬০৬ (UNISOC T606) চিপ সেট।
  • ৫০ / ২ এমপি (mp) ডুয়াল রেয়ার ক্যামেরা, ৮ এমপি (mp) ফ্রন্ট ক্যামেরা।
  • আইপি ৫২ ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্স (water and dust resistance) সুবিধা আছে।

আরও পড়ুন:  Smartphone: ভারতে ব্যান হচ্ছে ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন?

  • এই ফোনে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ৪জি ফোনে রয়েছে ডুয়াল সিম, ডুয়াল ব্যান্ড ওয়াই ওয়াই ফাই, ব্লুটুথ ভি৫.০ ফিচারের সাপোর্ট।
  • এছাড়াও রয়েছে একটি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর রয়েছে ফেস আনলক ফিচার।
  • স্মার্ট ফোনটির দুই রংয়ের ভেরিয়েশন পাবেন- ধূসর ও নীল।
  • নোকিয়া জি১১ প্লাস-এর একমাত্র ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। ফোনটি নোকিয়া ইন্ডিয়ার সাইটে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

তবে আকর্ষণীয় এই যে ফুল চার্জ দিলে ৩ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি নোকিয়ার। আগামী ২ বছর এন্ড্রয়েড আপডেট ও তিন বছর ধরে প্রতি মাসে সিক্যুইরিটি (security update) আপডেট পাবেন। এছাড়াও স্টক এন্ড্রয়েড এর অভিজ্ঞতা পাওয়া যাবে এই নয়া স্মার্ট ফোনে।

আরও পড়ুন: WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে বন্ধ হল স্ক্রিনশট, জানুন নয়া আপডেট সম্পর্কে