Samsung Galaxy S22 Series Goes on Pre Booking in India

Samsung Galaxy S22 Series: শুরু হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের প্রি-বুকিং, দেখে নিন বিভিন্ন অফার

Samsung Galaxy S22 Series এ রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 SoC। এই সিরিজের অধীনে রয়েছে মোট তিনটি ফোন। Samsung Galaxy S22, Galaxy S22+, and Galaxy S22 Ultra। তিনটি ফোনেই থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। সঙ্গে অবশ্যই ৫জি কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে অ্যানড্রয়েড ১২ এবং One UI 4 ইন্টারফেস সাপোর্ট। এই তিনটি ফোনই IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ হয়েছে। এবার ভারতের বাজার কাঁপাতে তৈরি এই মডেলের তিনটি ফোন।

২২ ফেব্রুয়ারি সন্ধে ৬টা থেকেই স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে স্যামসাং লাইভের মাধ্যমে। রেগুলার প্রি-বুকিংয়ের আগে শুরু হয়েছে এই বুকিং। এবার রেগুলার বুকিং শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। অন্যদিকে জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের তিনটি ফোন আগামী মাস থেকে ভারতে বিক্রি শুরু হবে।

ভারতে Samsung Galaxy S22 সিরিজের দাম-

অ্যামাজনের মাধ্যমে। এছাড়াও স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোর, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এবং রিটেল আউটলেটেও চালু থাকবে প্রি-বুকিং।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের তিনটি স্মার্টফোনের দাম

স্যামসাং গ্যালাক্সি এস২২- এই ফোনের বেস ভ্যারিয়েন্ট ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭২,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৬,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এস২২+ – এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৮৮,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা- স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের এই প্রিমিয়াম ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি মডেলের দাম ১,১৮,৯৯৯ টাকা।

আরও পড়ুন: Budget 2022: চলতি বছরেই শুরু 5G পরিষেবা, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের প্রি-বুকিং অফার

স্যামসাং লাইভে গ্যালাক্সি বাডস ২ ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসের দামে ছাড় থাকবে। এর আসল দাম ১১,৯৯৯ টাকা। এক্ষেত্রে ৮০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস পাওয়া যাবে। এছাড়াও গ্যালাক্সি ওয়াচ ৪- এর আসল দাম ২৬,৯৯৯ টাকা, যা ২৯৯৯ টাকায় প্রি-বুকিং করা সম্ভব। অন্যদিকে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা গ্যালাক্সি এস২২ আলট্রা ফোন পাবেন লিমিটেড এডিশন গিফট বক্স সহ- যেখানে গ্যালাক্সি বাডস ২ থাকবে। স্যামসাং কর্তৃপক্ষ তাঁদের গ্যালাক্সি এস২২+ ফোনের জন্য কোন নির্দিষ্ট অফার ঘোষণা করেননি।

রেগুলার প্রি-বুকিং এবং তার আগে প্রি-অর্ডারের ক্ষেত্রে একই ধরনের অফার থাকবে। তবে রেগুলার প্রিবুকিং শুরু হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে। এছাড়াও স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোর, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এবং রিটেল আউটলেটেও চালু থাকবে প্রি-বুকিং।

আরও পড়ুন: OnePlus Nord CE 2 5G: দেশে লঞ্চ হওয়া এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিন