SBI WhatsApp banking offers these services. Here’s how you can use it

SBI Whatsapp Banking: আঙুল ছোঁয়ালেই চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য!

গ্রাহকদের কাছে ব্যাঙ্কিং পরিষেবা যাতে আরও সহজ হয়ে ওঠে, তার জন্য এক নয়া উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI)। ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং (WhatsApp Banking) পরিষেবা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ট্যুইটারে একটি পোস্ট করে এই বিষয়ে জানানো হয়েছে।

সম্প্রতি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (SBI) জানানো হয়েছে, এবার WhatsApp-এই একাধিক ব্যাংকিং পরিষেবা পাবেন গ্রাহকরা। অ্যাকাউন্টে কতটাকা আছে তা জানতে হলে কিংবা মিনি স্টেটমেন্টে চোখ বুলিয়ে নেওয়া এখন এক মিনিটের কাজ। কিন্তু WhatsApp-এ ব্যাংকিং পরিষেলা পাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: এবার WhatsApp-এ পেয়ে যান প্যান থেকে ড্রাইভিং লাইসেন্স, কীভাবে, জানুন

১. এসবিআই গ্রাহকেরা যদি WhatsApp-এ পরিষেবা পেতে চান সেক্ষেত্রে প্রথমের নিজের নম্বর রেজিস্ট্রার করতে হবে। ৭২০৮৯৩৩১৪৮ নম্বরে লিখে পাঠাতে হবে, WAREG স্পেস দিয়ে লিখতে হবে নিজের অ্যাকাউন্ট নম্বর।

২. ফোনে সেভ করে নিতে হবে এসবিআইয়ের WhatsApp নম্বর- ৯১৯০২২৬৯০২২৬। সেখানে Hi পাঠাতে হবে।

৩. এরপরই ব্যাংকের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাবেন আপনি। সেখানে আপনাকে তিনটি অপশন দেওয়া হবে।

(ক) অ্যাকাউন্ট ব্যালেন্স
(খ) মিনি স্টেটমেন্ট
(গ) হোয়াটসঅ্যাপ ব্যাংকিং ডি-রেজিস্ট্রার

৪. উপরের অপশন গুলির মধ্যে প্রয়োজন মতো একটিকে বেছে নিন।

৫. ব্যাস এরপরই আপনার ব্যালেন্স অথবা মিনি স্টেটমেন্ট ভেসে উঠবে মোবাইল স্ক্রিনে।

যারা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যাবহার করেন, তাঁরাও এই সুবিধা পাবেন বলেই খবর।

আরও পড়ুন: Vivo T1x: সস্তায় গেমিং ফোন আনল ভিভো, থাকছে 5,000 mAh ব্যাটারি- 50 MP ক্যামেরা