Science News: Researchers are working to develop the medical science and treatment facilities

Science News: লাগবে না ছুরি – কাঁচি, এবার আলো ও কণা দিয়েই হবে অস্ত্রোপচার, গবেষণায় নয়া পথের হদিশ

মানুষের স্পর্শ ছাড়াই হচ্ছে কঠিন অস্ত্রোপচার! এখনই এমন না হলেও অদূর ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নত হতে চলেছে। সেই পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ পেরোল একটি আন্তর্জাতিক গবেষক দল, যার নেতৃত্বে রয়েছেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিজ্ঞানী মহম্মদ হেদায়েতুল্লাহ মীর।

এই গবেষণার দু’টি মূল উপাদান, ক্রিস্টাল ও আলোকরশ্মি। গবেষণাটি হয়েছে জিঙ্ক ও ক্যাডমিয়ামের ক্রিস্টাল বা কেলাস নিয়ে। ক্রিস্টাল হল এক ধরনের কঠিন পদার্থ, যার পরমাণুগুলি একটি পুনরাবৃত্তির সজ্জায় সাজানো থাকে। এই বিশেষ সজ্জাকে বলা হয় ক্রিস্টাল সিস্টেম। কোনও খনিজ পদার্থের পরমাণু যদি এ ভাবে সাজানো থাকে, তা হলে খনিজ পদার্থটি ক্রিস্টাল। দ্বিতীয় উপাদান আলোকরশ্মি সম্পর্কে বলা যায়, এটি কোনও অণুকে এক জায়গা থেকে অন্যত্র সরাতে পারে, বাঁকাতে পারে, জুড়েও দিতে পরে। ১৮৩৪ সালেই একটি গবেষণা মারফত জানা গিয়েছিল, কিছু ক্রিস্টালের ভিতরে আলো-সংবেদী অণু রয়েছে। এদের উপরে যদি সূর্যালোক এসে পড়ে, তা হলে তারা অনিয়ন্ত্রিত ভাবে ফাটতে শুরু করে, অনেকটা পপকর্নের মতো।

আরও পড়ুন: Super Moon: গুরুপূর্ণিমার দিনই দেখা যাবে অতিকায় Buck Moon! কেরামতি দেখাবে নীল চাঁদ

বিজ্ঞানীদের ভাবনাচিন্তায় ছিল, যদি কোনও ভাবে এই আলোকরাসায়নিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায়, ক্রিস্টালের লাফিয়ে চলা গতিতে যদি বিনা অঙ্গুলিহেলনে বাগে আনা যায়, সে ক্ষেত্রে আলোর যান্ত্রিক গতিতে রূপান্তরকে চিকিৎসাপ্রযুক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে। এই লক্ষ্য নিয়েই গবেষণাটি শুরু হয়েছিল এবং তাতে সাফল্যও মিলেছে। আলো কীভাবে এত কাণ্ড ঘটাতে পারে ভাবছেন তো? ঠিক যেভাবে আলোর ছোঁয়াতে ফুল পাপড়ি মেলে ধরে, সেভাবেই।

এই অস্ত্রোপচারের পথে এখনও কিছু বাধা রয়েছে। তবে অনেকটা বাধাই পেরিয়ে এসেছেন মীর ও তাঁর দল। তাঁদের গবেষণাপত্রটি সম্প্রতি ‘নেচার’ জার্নাল-এর ‘কমিউনিকেশন কেমিস্ট্রি’-তে প্রকাশিত হয়েছে। মীরের গবেষকদলে মুখ্য ভূমিকায় রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আর এক বিজ্ঞানী শামীম খান।

তিনি বলেন, ‘‘প্রথম বারের মতো, আমরা তত্ত্বগত ভাবে ধাতব যৌগের নিয়ন্ত্রিত বিরল জাম্পিং প্রভাবকে প্রমাণ করতে পেরেছি। ভবিষ্যতে, ক্রিস্টাল বা কেলাসের এই বিরল চরিত্রকে কাজে লাগিয়ে আমরা মাইক্রো-সোলার প্যানেল তৈরি করতে পারব বা লেজার-নির্দেশিত মাইক্রোমেশিন তৈরি করতে পারব, যা কোনও স্পর্শ ছাড়াই মানুষের শরীরের মধ্য দিয়ে কোনও নির্দিষ্ট স্থানে যেতে পারবে। এটি ভবিষ্যতে শল্যচিকিৎসায় কাজে লাগবে। হৃদ্‌যন্ত্রে ব্লক থেকে মস্তিষ্কের যে কোনও সূক্ষ্ম অস্ত্রোপচার করা যাবে অনায়াসে।’

আরও পড়ুন: iPhone 15 Series : লঞ্চের এক মাস আগেই ফাঁস হল iPhone 15- এর দাম