Sun Mission: Isro to launch Aditya L1 mission to study Sun on September 2

Sun Mission : এবার ছুট সূর্যের দিকে! Aditya L-1 Mission – কোথা থেকে, কবে কখন যাত্রা জানাল ISRO

ইতিমধ্যেই চাঁদের বুকে ঘোরাঘুরি করছে চন্দ্রযান ৩-র রোভার প্রজ্ঞান। চাঁদ থেকে একাধিক ক্লিকও পাঠিয়েছে সে। একদিকে যখন চাঁদের দক্ষিণ মেরু জয় করে ইতিহাস লিখেছে ভারত, সেই সময় বুধবারই নতুন মিশনের কথা ঘোষণা করলেন ISRO প্রধান এস সোমনাথ। বুধবার তিনি ভারতের প্রথম সৌর মিশন ‘আদিত্য এল ১’-এর বিষয়ে ঘোষণা করেন।

ISRO প্রধান এস সোমনাথ বুধবার বলেন, “সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আদিত্য এল ১-এর যাত্রা শুরু হবে। এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য সমস্তকিছুই পরিকল্পনামাফিক যাচ্ছে। L1 পয়েন্ট পর্যন্ত যেতে এই মহাকাশযানের সময় লাগবে ১২০ দিন।” বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে তৈরি হয়েছে স্যাটেলাইট- আদিত্য এল১। স্যাটেলাইটটি ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এসে গিয়েছে।

আরও পড়ুন: Super Moon 2023: আজ আকাশের দিকে তাকালেই দেখবেন ‘স্টার্জন মুন’, কেন এই নামকরণ

কতদূরে যাবে এই রকেট?

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছতে এই আদিত্যকে মহাকাশে পাঠানো হবে বলে জনা গিয়েছে। পৃথিবী থেকে এই স্থান ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে। এখান থেকে সূর্যের নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত কছেন বিজ্ঞানীরা। এই ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছলে গ্রহণ-বিহীনভাবে সূর্যের ওপর নজরদারি চালাতে পারবে আদিত্য।

উল্লেখ্য, সূর্যের তথ্য পেতে এই প্রথম কোনও কৃত্তিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। এই মিশন সফল হসে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক।

আরও পড়ুন: Chandrayaan 3 Update: দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা পরীক্ষা, চাঁদে চাররাত কাটিয়ে কেমন আছে প্রজ্ঞান?