সোমবার রাতের আকাশে আবির্ভূত হবে মস্ত বড় চাঁদ। আগামী তিনদিন আকাশে অবস্থান করবে সেই সুপারমুন, যা আবার মহাকাশ বিজ্ঞানের ভাষায় ‘ব্লু মুন’ও। আকাশপ্রেমীদের জন্য এমনই সুখবর শোনালেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, সোমবারই আকাশে আবির্ভূত চাঁদ হবে ২০২৪ সালের সবচেয়ে বড়।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে অর্থাৎ পৃথিবীর ৯০ শতাংশ কাছে অবস্থান করে চাঁদ তখনই তাকে বলা হয় সুপারমুন বা ব্ল মুন। সুপারমুন বা ব্লু মুন অন্যান্য দিনের তুলনায় ৩০ শতাংশ উজ্জ্বল ও আকারেও ১৪ গুণ বড় হয়ে দৃশ্যমান হয় আকাশে। খালি চোখেই ফারাক বোঝা যায়। NASA-র তরফে ঘোষিত চলতি বছরে যে ৪ বার সুপারমুন দৃশ্যমান হওয়ার কথা বলা হয়েছিল তার মধ্যে প্রথমবার সুপারমুন দেখা যাবে ১৯ অগস্ট, সোমবার।
তবে ১৯ আগস্ট অর্থাৎ রাখিপূর্ণিমার (Rakhi) দিন যে চাঁদ রাতের আকাশকে আলোয় ভরিয়ে দেবে, তা স্রেফ সুপারমুন নয়। বলা হচ্ছে, তা ‘ব্লু মুন’ও। যা নাকি একটা বিরলতম সংযোগ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, কয়েক দশকের মধ্যে দু,একবার এমনটা হয়। যদিও ব্লু-মুনের মধ্যে চাঁদের রঙের কোনও সম্পর্ক নেই।
নাসার অবসরপ্রাপ্ত বিজ্ঞানী গর্ডন জনস্টন জানাচ্ছেন, ”একটা মরশুমে যদি চারবার এমন চাঁদ আকাশে দেখা যায়, তাহলে গোটা চক্রকে ব্লু-মুন বলা হয়। তার প্রথমটির নাম দেওয়া হয় ব্লু-মুন। তবে ব্লু-মুন নামটা নিয়ে গোলমালও হয়। কখনও কখনও বাতাসে ধূলিকণার পরিমাণ বেশি থাকলে অনেক সময়ে বেশি আকাশে চাঁদের রং নীলচে দেখায়। কিন্তু তার সঙ্গে ব্লু মুন (Blue Moon) নামের কোনও সম্পর্ক নেই।” কিন্তু এমন বিরল মহাজাগতিক দৃশ্য কি আপনার দৃষ্টিগোচর হবে? এই প্রশ্নের উত্তরেও সুখবর শোনাচ্ছেন বিজ্ঞানীরা। বলছেন, দূষণমুক্ত (Pollution free) অন্ধকার যে কোনও জায়গা থেকে আকাশের দক্ষিণপূর্ব-পূর্বদিকে তাকালে আপনার চোখের সামনে উদ্ভাসিত হবে শ্বেত থালার মতো উপগ্রহ!
ভারতে ১৯ অগাস্ট রাতে এবং ২০ অগাস্ট ভোরবেলা আকাশে দেখা যাবে ‘সুপারমুন’। নেপালে ২০ অগাস্ট সকালে দৃশ্যমান হবে। ইউরোপ এবং আমেরিকায় ১৯ অগাস্ট রাতে দেখা যাবে। আমেরিকায় ওইদিন দুপুর থেকে চোখে পড়বে। সেখানে তিন দিন চাঁদকে ওই অবস্থায় দেখা যাবে বলে জানা গিয়েছে। দূষণ যেখানে কম, সেখান থেকে ভাল ভাবে দেখা যাবে ‘সুপারমুন’। বাইনোকুলার বা টেলিস্কোপে চোখ রেখে দেখতে পারবেন সাধারণ মানুষ।
পরবর্তী সুপারমুন দেখা যাবে অক্টোবরে, পুজোর পর।