বিশ্বব্যাপী জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের লোগো বদলে দিলেন কর্ণধার এলন মাস্ক। পাখির বদলে বসলো ডোজকয়েনের ছবি। যা আবার এলন মাস্কের পছন্দের ক্রিপ্টোকারেন্সি হিসাবে পরিচিত। মঙ্গলবার টুইটারের লোগো পরিবর্তন করা হয়, টুইট করে সেই ঘোষণাও করেন এলন মাস্ক, লেখেন, “যেমনটা কথা রেখেছিলাম।”
সোমবার থেকেই টুইটার খুলে ইউজাররা দেখতে পান, হোমপেজ থেকে উড়ে গিয়েছে চিরপরিচিত নীল পাখিটি। তার জায়গায় দেখা যায় একটি কুকুরের ছবি। তবে নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো।
আরও পড়ুন: WhatsApp Update: এবার নোটিফিকেশন থেকেই ব্লক করা যাবে অপরিচিত ব্যক্তিকে, আসছে দরকারি শর্টকাট
ইউজারদের মধ্যে নয়া লোগো নিয়ে জল্পনা শুরু হতেই আসরে নামেন মাস্ক। একটি ছবি টুইট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তাঁর ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নয়া লোগো বলছে, “ওটা আসলে পুরনো ছবি।”
— Elon Musk (@elonmusk) April 3, 2023
তবে প্রশ্ন উঠছে, অন্য একটি সংস্থার লোগো কেন ব্যবহার করেছেন মাস্ক? তাহলে কি মালিকানা বদল হতে পারে? অনেকের অনুমান, টুইটারের বড়সড় শেয়ার কিনতে পারে এই ডগিকয়েন সংস্থাটি। প্রসঙ্গত, টুইটারে লোগো বদলের পরেই একধাক্কায় ডগিকয়েনের বাজারমূল্য ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: WhatsApp: ল্যাপটপে হোয়াট্সঅ্যাপ খোলেন? জানুন গোপন তথ্য আড়াল করবেন কী ভাবে