হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ মাঝে মাঝেই নিত্য নতুন আপডেট এনে থাকে অ্যাপটিতে। এবার সেই রকমই এক লেটেস্ট হোয়াটসঅ্যাপ ফিচার (Latest Whatsapp features) নিয়োগ করা হলো সংস্থার তরফ থেকে। এবার হোয়াটসঅ্যাপ ওয়েব/ডেস্কটপের জন্য একটি নতুন স্ক্রিন লক ফিচার প্রকাশ করছে।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত রাখতে পারবেন। যারা হোয়াটসঅ্যাপ ওয়েবের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করেন তারা এটির সুবিধা লাভ করতে পারবেন।
আরও পড়ুন: WhatsApp-Smartwatch: কব্জিতেই চ্যাট! শিখে নিন স্মার্টওয়াচে WhatsApp ইনস্টল করার সহজ পদ্ধতি
জানা যাচ্ছে, স্ক্রীন লক ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ (WhatsApp) লক করা যাবে। কোনো কনভারসেশন ওপেন করার আগে একটি পাসওয়ার্ডের অনুমতি চাওয়া হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর চ্যাট থাকবে সম্পূর্ণ নিরাপদ। যারা এটি নিজেদের মোবাইলে উপলব্ধ কিনা দেখতে চান তাদের জন্য সেটিংস ও তারপর প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখানে রয়েছে স্ক্রীন লক এন্ট্রি পয়েন্ট।
ওয়েব অ্যাপ আনলক করতে গেলে ব্যবহারকারীকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড কেউ ভুলে গেলে তিনি হোয়াটসঅ্যাপ লগ আউট করে কিউআর কোডের মাধ্যমে আবার লগ ইন করতে পারবেন। এই ফিচারটি যদি চালু করে রাখা হয় তবে কেউ ব্যবহারকারীর অনুপস্থিতিতে তার কনভারসেশন চ্যাট দেখতে সমর্থ হবে না। কারণ চ্যাট দেখতে গেলে বসাতে হবে পাসওয়ার্ড।
আরও পড়ুন: Airtel : 99 টাকায় ব্যাপক রিচার্জ প্ল্যান আনল এয়ারটেল, অফার দিল VI ও