ব্যবহারকারীদের স্বার্থে বারবার নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এবার লক করে রাখা চ্যাট সহজে খুঁজে পেতে সিক্রেট কোড ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে সংস্থা। ব্যাপারটা ঠিক কী? বর্তমানে আট থেকে আশি সকলেই স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় সরগড়। দিনের একটা বড় সময় কাটে সোশ্যাল মিডিয়ায়। অফিস-কাছারি থেকে শুরু করে অনেক ব্যক্তিগত কাজেও ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। যার জন্য আগেই চ্যাট লক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার কাজ চলছে সিক্রেট ফিচার নিয়ে। বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের জন্য পরীক্ষামূলকভাবে আনা হয়েছে এই ফিচার।
ব্যবহারকারীরা পিন করার মাধ্যমে চ্যাটের একেবারে উপরের দিকে কোনও মেসেজকে হাইলাইট করে রাখতে পারবেন। এতে তাঁদেরই সুবিধা হবে। কোনও গুরুত্বপূর্ণ মেসেজের সন্ধান করতে বিশেষ বেগ পেতে হবে না। “এর পাশাপাশি কিছু বিটা টেস্টার রিডিজাইনড চ্যাট অ্যাটাচমেন্ট মেন্যুর অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এর মধ্যে থাকবে নতুন আধুনিক স্টাইল।
এটা মাথায় রাখা উচিত যে, এই ফিচারগুলি বর্তমানে বিটা টেস্টারদের একটি সীমিত গ্রুপে পাওয়া যাচ্ছে। সমস্ত অডিয়েন্সের জন্য এই ফিচার আসতে হয়তো একটু সময় লাগবে।রিপোর্ট অনুযায়ী, একটি মেসেজ পিন করার সুবিধা লাভ করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা আরও একটি ক্ষমতা পাবেন। একটি মেসেজ কত সময় ধরে থাকবে, সেই সময়সীমা নির্ধারণ করতে সক্ষম হবেন গ্রাহকরা। এই সময়সীমার মধ্যে অন্তর্ভুক্ত — ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৩০ দিন।যদিও পিন করা মেসেজ যে কোনও সময়ে মুছে ফেলা যেতে পারে। এমনকী নিজের বাছাই করা সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই তা করা যাবে। এটাও মাথায় রাখা জরুরি যে, একক কথোপকথনের ক্ষেত্রেও পিন করা মেসেজের সুবিধা পাওয়া যাবে। ব্যক্তিগত চ্যাটের মধ্যে একটি নির্দিষ্ট কন্টেন্ট হাইলাইট করা আরও সহজ হয়ে উঠবে।