WhatsApp: Photos Will Float in WhatsApp Chats, Just Type in the Group

WhatsApp: গ্রুপে টাইপ করলেই ভাসবে ছবি! হোয়াটসঅ্যাপে চ্যাট এবার আরও মজাদার

মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা একই রকম অটুট। বরং তা বেড়েই চলেছে। আর সেদিকে তাকিয়েই ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করে মেটা। এবার এক নয়া ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা।

কিছুদিন আগেই হোয়াটস অ্যাপ আপডেটের পর দেখা যায় চ্যাটে টাইপিং ইন্ডিকেটর এসেছে। ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপেও এই ইন্ডিকেটরের সাহায্যে দেখা যাচ্ছে কে কে টাইপ করছে। তিনটে ডট আসছে ভাসমান অবস্থায়। ‘টাইপিং’ লেখা দেখানোর বদলে কেউ টাইপ করলে এই ডট আসছে। নয়া পরিবর্তনের ফলে কিছুদিন ধরে নামের সঙ্গে বা কখনও নামের বদলে ছবিও দেখাচ্ছে। কে চ্য়াট করছেন, তাঁর ছবি দিয়ে টাইপিং ইন্ডিকেটর দেখাচ্ছে। হোয়াটস অ্যাপ গ্রুপে অনেকে মিলে কিছু টাইপ করলে আগে যেমন অনলাইনের জায়গায় নাম দিয়ে টাইপিং দেখাত, বার বার নাম পাল্টে যেত, সেটা আর হচ্ছে না। বদলে ৩-৪ জন টাইপ করলে তাদের ছবি দেখাচ্ছে।

ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা বলে জানা যাচ্ছে। বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচার বিশেষ ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে। এতে ইউজারদের পক্ষে বোঝা সম্ভব হবে গ্রুপে এই মুহূর্তে কারা অ্যাকটিভ আছেন। ফলে ‘রিয়েল টাইমে’ ভাবনার আদানপ্রদান আরও সহজ হবে।

কিছুদিন আগেই হোয়াটস অ্যাপ আপডেটের পর দেখা যায় চ্যাটে টাইপিং ইন্ডিকেটর এসেছে। টাইপিং ইন্ডিকেটর দেখতে ‘…’ এইরকম ৷ চ্যাট স্ক্রিনের নীচে, টাইপ করার সময় সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইলের পাশে দেখা যাচ্ছে এই চিহ্ন ৷ এই ফিচারটি গ্রুপ চ্যাটের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী বলে মনে করছে হোয়াটসঅ্যাপ ৷ যখন অনেক ব্যবহারকারী একই সঙ্গে গ্রুপ চ্যাটে কথা বলেন তখন অপরজন বুঝতে পারবেন কে টাইপ করছেন ৷ ফলে ব্যবহারকারীদের রিয়েল টাইমে চ্যাট আর ও সহজ হবে ৷

এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের গ্রুপচ্যাটে কথপোকথন চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা আরও সহজ করবে ৷ আগে, হোয়াটসঅ্যাপে টাইপিংয়ের ক্ষেত্রে কেবলমাত্র ‘টাইপিং (Typing)’-এর লেখা ভেসে উঠত স্ক্রিনে ৷ চ্যাট করার সময় চ্যাট বক্সের উপরেও টাইপ লেখা দেখা যেতো । বর্তমানে হোয়াটঅ্য়াপের এই আপডেট আগে চালু হলেও, অক্টোবর থেকে এটির উপর পরীক্ষা চলছিল ৷ এতদিন পর্যন্ত এটি কেবলমাত্র বিটা ভার্সনের হোয়াটঅ্যাপ ব্যবহাকারীরা এটি ব্যবহারের সুবিধা পেতেন ৷ এবার থেকে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় সফটওয়্যার ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন ৷