দুঃসময় কিছুতেই কাটছে না পাকিস্তান ক্রিকেটের। ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারতে হয়েছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানে লজ্জার নজির। প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান করেও ইনিংসে হারতে হয়েছে। দলের মধ্যেও যে সব ঠিক নেই, তার ইঙ্গিত মিলেছে বহুবারই। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন ফের প্রকাশ্যে শাহিন-বাবর দ্বন্দ্ব।
২০২২ সালের পর বাবরের ব্যাটে টেস্টে শতরান নেই। মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে যখন শান মাসুদেরা শতরান করছেন, বাবর তখন দুই ইনিংস মিলিয়ে করলেন ৩৫ রান। যে পিচকে ব্যাটারদের স্বর্গ বলা হচ্ছে, সেখানে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন তিনি। সেই ম্যাচেই শাহিনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহিন, ‘জ়িম্বু, জ়িম্বু’ বলে কাউকে ডাকছেন। যদিও শাহিন কী বলছেন তা শোনা যাচ্ছে না, কারণ ওই ভিডিয়োটিতে কোনও শব্দ নেই। কিন্তু শাহিন এবং বাবরের সম্পর্ক খুব ভাল নয়। তাই অনেকেই মনে করছেন পাকিস্তানের পেসার হয়তো ব্যঙ্গই করছেন বাবরকে।
ক্রিকেটমহলের একাংশ থেকে প্রায়ই খোঁচা দেওয়া হয়, বাবর ভালো খেলেন জিম্বাবোয়ের মতো ‘দুর্বল’ দলের বিরুদ্ধে। এমনকী সমর্থকরাও তাঁকে ‘জিম্বাবর’ বলে বিদ্রুপ করেন। যেটাকে একেবারেই ভালোভাবে নেন না পাকিস্তানের তারকা ব্যাটার। এমনও দেখা গিয়েছে, তিনি দর্শকদের দিকে তেড়ে গিয়েছেন এই নামে ডাকায়।
ভিডিওয় বাবরকে দেখা না গেলেও নেটিজেনদের ধারণা, সেটা বাবরকে উদ্দেশ্য করেই। এই ভিডিও ঘিরে ফের কি প্রকাশ্যে এল পাকিস্তান দলের আভ্যন্তরীণ সমস্যা? কারণ, এর আগে দলের নেতৃত্ব নিয়ে শাহিন ও বাবরের সম্পর্কের অবনতির কথা জানা গিয়েছিল।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর। সেই সময় টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় শাহিনকে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে আবার অধিনায়ক করে দেওয়া হয় বাবরকে। যা তাঁদের দু’জনের মধ্যে সমস্যা তৈরি করে বলে শোনা যায়। বাবর আবার নেতৃত্ব ছেড়েছেন। তাঁর পরিবর্ত ঘোষণা করেনি পাকিস্তান।