আইপিএল (IPL) মেগা নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ বোর্ডের (BCCI)। চলতি মাসের ১২ আর ১৩ তারিখ বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম (IPL Auction)। এ বার আইপিএলে দলসংখ্যা বেড়ে হয়েছে ১০। লখনউ সুপারজায়ান্টস আর আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে খেলতে।
ভারত-সহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা এবার আইপিএল নিলেমে অংশ নিতে চলেছেন। ৭ জন সহযোগী দেশের ক্রিকেটারও আইপিএলের মেগা নিলাম থেকে দল খুঁজে নেওয়ার সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ার সব থেকে বেশি ৪৭ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।
কোন দেশের কতজন ক্রিকেটার অংশ নেবেন:-
১. ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।
২. আফগানিস্তানের ১৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।
৩. বাংলাদেশের ৫ জন ক্রিকেটার মিলামে দল খুঁজে নেওয়ার সুযোগ পাবেন।
৪. ইংল্যান্ডের ২৪ জন ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।
৫. আয়ারল্যান্ডের ৫ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন।
আরও পড়ুন: Kohli Trolled: জাতীয় সঙ্গীতের সময় মুখে চিউয়িং গাম! ফ্যানদের রোষের মুখে বিরাট কোহলি
? NEWS ?: IPL 2022 Player Auction list announced
The Player Auction list is out with a total of 590 cricketers set to go under the hammer during the two-day mega auction which will take place in Bengaluru on February 12 and 13, 2022.
More Details ?https://t.co/z09GQJoJhW pic.twitter.com/02Miv7fdDJ
— IndianPremierLeague (@IPL) February 1, 2022
৬. নিউজিল্যান্ডের ২৪ জন ক্রিকেটার মেগা নিলামে অংশ নিতে চলেছেন।
৭. দক্ষিণ আফ্রিকার ৩৩ জন ক্রিকেটার রয়েছেন আইপিএল নিলামের তালিকায়।
৮. শ্রীলঙ্কার ২৩ জন ক্রিকেটারের নাম রয়েছে মেগা নিলামের তালিকায়।
৯. ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।
১০. জিম্বাবোয়ের ১ জন ক্রিকেটার নিলামে উঠবেন।
১১. নমিবিয়ার ৩ জন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন।
১২. নেপালের ১ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন।
১৩. স্কটল্যান্ডের ২ জন ক্রিকেটার নিলামে উঠবেন।
১৪. আমেরিকার ১ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।
১৫. অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার নিলামে অংশ নিতে চলেছেন।
৪৮ জন ক্রিকেটার নিজেদের ন্যুনতম মূল্য রেখেছেন ২ কোটি টাকা। তাঁদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধবন, শ্রেয়স আয়ারের মতো ক্রিকেটার। বিদেশিদের মধ্যে ২ কোটি টাকা দাম রয়েছে ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডি’ককের। বাংলার ১৪ ক্রিকেটারের নাম রয়েছে সেই তালিকায়।
আরও পড়ুন: India vs West Indies T20: আমদাবাদে দর্শক প্রবেশের অনুমতি নেই, ইডেন গার্ডেনে কী হবে