ভারত বনাম পাকিস্তান। সেই চিরচেনা যুদ্ধের মেজাজ। মরু শহরে ফের একবার চেনা ক্রিকেটের মেজাজ। গত বছরে টি২০ বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপের ময়দানে প্ৰথমবার হারানোর স্বাদ পেয়েছিল পাকিস্তান।
ভারতের কাছে রবিবারের মহারণ তাই অনেকটা প্রতিহিংসার ম্যাচ। প্রতিশোধ নেওয়ার ম্যাচ। তবে গত এক বছরে ভারতীয় ক্রিকেটে একাধিক পরিবর্তন ঘটেছে। বিরাট কোহলির নেতৃত্ব জমানা খতম হয়েছে। তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে অবতীর্ণ হয়েছেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়া স্বমহিমায় ফিরে এসেছেন।
আরও পড়ুন: FIFA: কেন নির্বাসিত AIFF? কেন কার্যত ‘পথে বসে গেল’ ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরে ফের জাতীয় দলের হয়ে খেলতে শুরু করে ভারত ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সেখানে পাকিস্তান এখনও পর্যন্ত পুরো বছর জুড়ে শুধুমাত্র মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছে।জেনে নিন কখন কোথায় কী ভাবে, কোন চ্যানেলে দেখবেন ম্যাচ। মোবাইলে কী ভাবে দেখবেন ম্যাচের লাইভ স্ট্রিমিং:
- ভারত বনাম পাকিস্তান ২০২২ এশিয়া কাপের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে সাতটায়। টস হবে সন্ধ্যে ৭টায়।
- ভারত বনাম পাকিস্তান ২০২২ এশিয়া কাপের ম্যাচটি স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি চ্যানেলে সম্প্রচার করা হবে।
- ভারত বনাম পাকিস্তান ২০২২ এশিয়া কাপের ম্যাচের লাইভ স্ট্রিমিং হটস্টারে দেখা যাবে।
আরও পড়ুন: FIFA: স্বস্তির খবর ফিরল ভারতীয় ফুটবলে! সাসপেনশন তুলে নিল ফিফা