Asia Cup 2022: Virat Kohli hits maiden T20I century, ends wait for 71st international hundred

Virat Kohli: অবশেষে শাপমুক্তি, ১০২০ দিন পরে আন্তর্জাতিক শতরান কোহলির

২০১৯ সালের পর ২০২২। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। ১০২০ দিন পর তিন অঙ্কের রানের দেখা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০২০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহলি। এরপর ক্রিকেটের কোনও ফরম্যাটেই সেঞ্চুরির মুখ দেখেননি কোহলি। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2022) নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠল কোহলির ব্যাট। কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেলেন কোহলি। এর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দেশের জার্সিতে করলেন প্রথম সেঞ্চুরি।

আরও পড়ুন: Serena Williams: টেনিসকে বিদায় সেরেনার, US Open থেকে গিয়ে ছিটকে কেঁদে ফেললেন

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের থেকে মাত্র একটি শতরান দূরে ছিলেন তিনি। ১০২০ দিন পরে পন্টিংকে ছুঁয়ে ফেললেন কোহলি। তাঁর সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর।আন্তর্জাতিক ক্রিকেটে সচিন করেছেন ১০০টি শতরান। নিয়েছেন ৬৬৪টি ইনিংস। ১০০টি শতরানের মধ্যে টেস্টে ৫১টি ও এক দিনের ম্যাচে ৪৯টি শতরান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা কোহলি ৭১টি শতরান করেছেন ৪৬৭টি ইনিংসে। তার মধ্যে টেস্টে ২৭টি, এক দিনের ক্রিকেটে ৪৩টি ও টি-টোয়েন্টি ক্রিকেটে একটি শতরান রয়েছে তাঁর। পন্টিং ৭১টি শতরান করতে নিয়েছেন ৫৬০টি ইনিংস। টেস্টে ৪১টি ও এক দিনের ক্রিকেটে ৩০টি শতরান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।

কোহলির বৃহস্পতিবারের শতরান একরাশ স্বস্তি নিয়ে এল ক্রিকেট বিশ্বে। এ দিনও শুরুতে কিছুটা ধরে খেলার চেষ্টা করছিলেন কোহলী। ব্যাটে-বলে ঠিক মতো স‌ংযোগ হতেই হাত খুলে আফগান বোলারদের শাসন করতে শুরু করলেন। শতরান এল ৫৩ বলে। মারলেন ১২টি চার ও ছ’টি ছক্কা। বিরাট ছক্কায় এল বহু কাঙ্খিত শতরান। শেষ পর্যন্ত ৬১ বলে ১২২ রান করে অপরাজিত মাঠ ছাড়লেন তিনি।

আরও পড়ুন: Asia Cup 2022: পাক-আফগান ম্যাচে ঘুষোঘুষি করলেন ক্রিকেটাররা! গ্যালারিতে সমর্থকদের মারামারি