Asia Cup 2023: IND win eighth Asia Cup title with 10-wicket win

Asia Cup 2023: লঙ্কা পুড়ে খাক সিরাজের আগুনে! ২৬৩ বল বাকি থাকতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন রোহিতেরা

রবিবার কলঙ্কজনক ইতিহাসের সাক্ষী থাকল লঙ্কান বাহিনী। তাও আবার নিজেদের দেশে এশিয়া কাপের মঞ্চে। প্ৰথমে ব্যাট করতে নেমে সিরাজের আগুনে স্পেলে মাত্র ৫০ রানে ধ্বংস হয়ে গেল দাশুন সানাকা ব্রিগেড। সেই রান চেজ করল ভারত হাতে ১০ উইকেট ২৬৩ বল বাকি থাকতে। লঙ্কান ইনিংস ১৫.২ ওভারে খতম হয়ে যাওয়ার পর ভারত সেই রান চেজ করতে নিল মাত্র ৬.১ ওভার। সবমিলিয়ে ওয়ানডে ম্যাচ দুই ইনিংস মিলিয়ে শেষ হল ২১.৩ ওভারে।

বৃষ্টির কারণে ম্যাচের শুরু সামান্য বিলম্ব হয়েছিল। গোটা মাস ধরেই কলম্বোর আকাশে মেঘের ঘনঘটা। এমনকি ফাইনালে বল গড়ানোর সময়ও আকাশে ছিল মেঘ। আর মেঘকে সাক্ষী রেখেই প্রেমদাসা স্টেডিয়ামে মাতাল করা বোলিংয়ের নিদর্শন তুলে ধরলেন মহম্মদ সিরাজ। ওয়ানডেতে দ্রুততম পাঁচ উইকেটের শিকার আপাতত যুগ্মভাবে তিনি।

আরও পড়ুন: Wrestling: নির্বাসিত ভারতের কুস্তি সংস্থা, নির্বাচন করতে না পারায় কড়া শাস্তি

বল হাতে ওভারের প্রথম থেকেই উইকেট তুলে নিতে থাকেন সিরাজ। তবে এদিন হ্যাটট্রিকের পরিস্থিতিও সেটা অধরাই থেকে যায়। সাদিরা সমরাবিক্রমা এবং চরিথ আসালঙ্কাকে পরপর দুই বলে ফিরিয়ে দেন তিনি। ফলে হ্যাটট্রিকের সুযোগ চলে আসে তাঁর কাছে। যদিও তা হয়নি। কারণ ঠিক পরের বলেই বাউন্ডারি মারেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু বাউন্ডারি মারার ঠিক পরের বলেই ফিরে যান ধনঞ্জয়া।  আরও দুটো উইকেট দখল করে নিজের নামের পাশে হাফডজন উইকেট লিখে নিলেন।

ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। ম্যাচ জিতে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। পুরস্কারের সেই টাকা পুরোটাই ফিরিয়ে দিয়েছেন সিরাজ। কলম্বোর মাঠকর্মীদের সেই টাকা দিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বোলারের মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাঁদের হাতে তুলে দিয়েছেন সিরাজ।

আরও পড়ুন: IND vs PAK Asia Cup 2023: বাবরদের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড বিরাটদের, শুরুতেই ছন্নছাড়া পাকিস্তান