Asia Cup 2023: Shreyas Iyer-KL Rahul back, Tilak Varma receives maiden ODI call up

Asia Cup 2023 : কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, চমক তিলক ভার্মা

১৬তম এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হওয়ার ৯ দিন আগে ঘোষিত হল ভারতীয় স্কোয়াড। আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল ভারত। টিমে বিরাট চমক তরুণ তুর্কি তিলক ভার্মা।

এই প্রথমবার দল নির্বাচনে উপস্থিত থাকলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আর এবার টিম ইন্ডিয়ার (Team India) কোচ ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উপস্থিতিতে দলে ফিরলেন কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এছাড়া আরও বড় চমক হল ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। দলে ব্যাক আপ হিসবে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।

আরও পড়ুন: Bhuvneshwar Kumar: ‘ক্রিকেটার’ নয়, শুধুই ‘ইন্ডিয়ান’! হতাশায় খেলা ছাড়ছেন ভুবনেশ্বর?

১১ মাস ২২ গজ থেকে দূরে থাকার পর আয়ার্ল্যান্ড সফরে জসপ্রীত বুমরার দুরন্ত কামব্যাক হয়েছে। তারপর থেকে শোনা যাচ্ছিল এ বারের এশিয়া কাপে হার্দিক নন রোহিতের ডেপুটি হতে পারেন বুমরা। কিন্তু তেমনটা হল না। হার্দিকের উপর আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনিই এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক।

ভারতের ১৭ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, সঞ্জু স্যামসন (রিজার্ভ)।

আরও পড়ুন: Viral Video: বিশ্বজয়ের পরই মহিলা ফুটবলারের ঠোঁটে-ঠোঁটে স্প্যানিশ ফেডারেশন প্রেসিডেন্টের, ভাইরাল সেই ‘কিস’সা