হংকংকে ১৫৫ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল পাকিস্তান। শেষ দল হিসাবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করল তারা। ভারত, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আগেই যোগ্যতা অর্জন করেছিল। হংকংকে হারিয়ে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল বাবর আজমের দলও। শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে সুপার ফোরের খেলা। রবিবার মহারণে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান।
এবার এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ছিল পাকিস্তান এবং হংকং। দুই দলকে হারিয়ে আগেই ‘সুপার ফোর’-এ পৌঁছে গিয়েছে ভারত (শীর্ষস্থান থাকায় ‘এ ১’ তকমা পেয়েছে)। হংকংকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এবার এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ পৌঁছে গেল পাকিস্তান (‘এ২’)। সূচি অনুযায়ী, আগামী রবিবার ‘সুপার ফোর’-র লড়াইয়ে ‘এ ১’ এবং ‘এ২’ মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ আটদিনের ব্যবধানে আবারও ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হচ্ছে।
আরও পড়ুন: Asia Cup: দুবাইয়ে বিরাটের সঙ্গে ফের সাক্ষাৎ বাবরের, উষ্ণতা ছড়াল নেটপাড়ায়
সুপার ফোরের সূচি
- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, ৩ সেপ্টেম্বর, শারজা (বি১ বনাম বি২)।
- ভারত (গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে উঠে গিয়েছে) বনাম পাকিস্তান, ৪ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম এ২)।
- ভারত বনাম শ্রীলঙ্কা, ৬ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম বি১)।
- পাকিস্তান বনাম আফগানিস্তান, ৭ সেপ্টেম্বর, শারজা (এ২ বনাম বি২)।
- ভারত বনাম আফগানিস্তান, ৮ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম বি২)।
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, ৯ সেপ্টেম্বর, দুবাই (বি১ বনাম এ২)।
- ফাইনাল, ১১ সেপ্টেম্বর, দুবাই।
শনিবার হংকংকে হারিয়ে টি-২০ ইতিহাসে নয়া নজির গড়ল পাকিস্তান।এদিন পাক বোলারদের সামনে খড়কুটোর মতো উড়ে গেল হংকংয়ের ব্যাটাররা। নিজের নির্ধারিত ২০ ওভারও তারা খেলতে পারেনি। মাত্র ১০.৪ ওভারেই অল আউট হয়ে গিয়েছে তারা। বলা ভালো ১০ ব্যাটার মিলে দলের রান অর্ধশতকও পার করতে পারেনি। মাত্র ৩৮ রানে অলআউট হয়ে যায় গোটা দল। ফলে ১৫৫ রানের বড় জয় তুলে নিয়ে নিজেদের টি-২০ ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয়ের নজির গড়ল তারা।
আরও পড়ুন: AIFF Election 2022: ৩৩-১ ভোটে হারালেন ভাইচুংকে, ভারতীয় ফুটবলের হটসিটে কল্যাণ চৌবে