মোহনবাগান (Mohunbagan) আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার ক্লাব তাঁবুতে সংবর্ধনার জমকালো আসর বসেছে। সেই অনুষ্ঠান মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আইএসএল চ্যাম্পিয়ন দলকে ৫০ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করে দিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে মমতা নিজের বক্তৃতার একেবারে শেষে মমতা এই ঘোষণা করে বলেন, ‘সমর্থকরাই সব। তাঁরা না থাকলে ক্লাব কিচ্ছু না। তাই তাঁদের মিষ্টি খাওয়ার জন্য ও ক্লাবের উন্নয়নের জন্য আমি আরও ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করছি।’
গত শনিবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে আইএসএল ফাইনাম খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। এই ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে সবুজ-মেরুন ব্রিগেড ৪-৩ গোলে জয়লাভ করেছে। সোমবার এই মর্মে মোহনবাগান ক্লাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের প্রত্যেক ফুটবলার এবং কোচের হাতে মিষ্টির হাঁড়ি, ফুলের স্তবক এবং উত্তরীয় তুলে দিয়ে সংবর্ধনা দিলেন।
আরও পড়ুন: Sania Mirza: অভিষেক হওয়া কোর্টেই কেরিয়ারের শেষ ম্যাচ সানিয়ার, কাঁদতে কাঁদতে টেনিসকে বিদায়
বক্তব্য রাখতে গিয়ে নিজের ছোটবেলার স্মৃতিতে ফিরে যান মুখ্যমন্ত্রী। সবুজ মেরুনের খেলা থাকলেই কালীবাড়িতে গিয়ে পুজো দিতেন তাঁর মা। সেখান থেকেই ফুটবল প্রীতির শুরু। মুখ্যমন্ত্রী বললেন, “আমি জানতাম, মোহনবাগান ফাইনালে উঠেছে মানে জিতেই ফিরবে। কারণ বাংলা এতদূর এসে হেরে যেতে পারে না। এই মোহনবাগানই একদিন বিশ্বের দরবারেও সেরার সম্মান জিতবে।”
সবসময় ক্লাবের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বক্তৃতায় বলেন, “আমি চাই, আগামী দিনে এইভাবেই আরও এগিয়ে যাক মোহনবাগান। আমি সবসময় বাংলার ফুটবলের পাশে থেকেছি। মোহনবাগান ক্লাব যাতে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করতে পারে, তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করছি।”
আরও পড়ুন: Mohun Bagan: মিষ্টি নিয়ে বাগান তাঁবুতে মুখ্যমন্ত্রী মমতা, সংবর্ধনায় আবেগে ভাসছে তাঁবু