Australian cricket icon Shane Warne passes away at 52

Shane Warne: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত শেন ওয়ার্ন

বিশ্বক্রিকেটে নক্ষত্রপতন। শুক্রবার সকালেই খবর ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার রডনি মার্শ প্রয়াত হয়েছেন। সন্ধে নামতেই আরও একটি দুঃসংবাদ ক্রিকেটদুনিয়াকে বিধ্বস্ত করে দিল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন (Shane Warne) আর নেই। থাইল্যান্ডের কো সামুইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ওয়ার্নের ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, হৃদরোগের কারণেই মারা গিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার।

ওয়ার্নের ম্যানেজমেন্ট শনিবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায়। ওই বিবৃতিতে তারা জানায়, তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন তিনি। ওই বিবৃতিতে তারা লেখে, ‘নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে।’

আরও পড়ুন: ICC T20I rankings: ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের জের, ৬ বছর পর টি-২০ শীর্ষে ভারত

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের প্রয়াণে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনিও বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। সেই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, ‘রড মার্শ প্রয়াত হওয়ার খবর শুনে খুব খারা লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্নকরতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন। ওঁর পরিবারকে অনেক অনেক ভালবাসা।’

১৯৯২ সালের ২ জানুয়ারি ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয় ওয়ার্নের। ২০০৭ সালের ২ জানুয়ারি শেষ টেস্ট ম্যাচ খেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল সেই টেস্ট ম্যাচ। ১৯৯৩ সালের ২৪ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে-তে প্রথম ম্যাচ ওয়ার্নের। বল হাতে তাঁর লেগ স্পিন অস্ট্রেলিয়াকে বহু ম্যাচ জিতিয়েছে। মাঠের বাইরেও তিনি ছিলেন বিতর্কিত চরিত্র। একের পর এক বিতর্কে জড়িয়েছেন। ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটমহল।

আরও পড়ুন: Russia Ukraine War: বিক্রি হয়ে যাচ্ছে চেলসি ! কেনার দৌড়ে PSL দলের মালিক