BGT 2024-25: India beats Australia in first test at Perth

BGT 2024-25: পারথে ‘দম্ভচূর্ণ’ অস্ট্রেলিয়ার, ১৫০ রানে গুটিয়ে গিয়েও ২৯৫ রানে রেকর্ড জয় ভারতের

পারথে সিংহ গর্জন। ঘরের মাঠে চুনকামের লজ্জায় মুখ ঢাকার পরে অস্ট্রেলিয়ায় ঘুরে দাঁড়াল ভারত।

প্রথম টেস্টে খেলছেন না অধিনায়ক রোহিত শর্মা। চোটে বাদ পড়েছেন শুভমন গিল। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একটা মাঠে ভারতকে নামতে হচ্ছে যেখানে অসিরা কোনও দিন হারেনি। পরিস্থিতি পুরোটাই ভারতের বিপক্ষে ছিল। চাপ বাড়ছিল গৌতম গম্ভীর, বিরাট কোহলির উপর। চার দিন পরে সব উধাও। হাসতে হাসতে মাঠ ছাড়লেন যশপ্রীত বুমরারা। ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাঠে রানের নিরিখে এটিই ছিল ভারতের সবচেয়ে বড় জয়। এই ম্যাচে সেই রেকর্ড ভাঙল ভারত। এবার তারা জিতল ২৯৫ রানে।

পারথ টেস্ট যে এভাবে দিক পরিবর্তন করবে, তা কি কেউ আগে ভেবেছিলেন! প্রথম ইনিংসে ভরাডুবি। কিন্তু বুমরা-সিরাজরা অন্যরকম কিছু ভেবেছিলেন। ভারত ১৫০ রানে শেষ হয়ে গেলেও অজিদের ১০৪ রানে মুড়িয়ে দেন ভারতের বোলাররা। তার পরই যশস্বী-বিরাটদের রানের ইমারত গড়া। ৫৩৩ রানে এগিয়ে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা রণংদেহি মূর্তি ধারণ করেন। ১৬১ রান করেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৭৭ রানে তাঁকে সঙ্গত দেন কেএল রাহুল। এরপর বিরাট কোহলি ১০০ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ভারত ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।

এরপর ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষেই তারা ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে ট্রাভিস হেডের ৮৯ রান কিছুটা হলেও অজি ইনিংসকে অক্সিজেন দেয়। কিন্তু, শেষপর্যন্ত ক্যাঙারু বাহিনীকে পরাজয় স্বীকার করতে হল। ২৩৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া