Bikers cheat woman in name of cash distribution by M S Dhoni, kidnap child and flee

M S Dhoni: গরিবদের টাকা, বাড়ি দিচ্ছেন ধোনি! টোপ দিয়ে রাঁচিতে শিশুকন্যা অপহরণ

দরিদ্রদের আর্থিক সাহায্য করছেন মহেন্দ্র সিং ধোনি। শুধু অর্থ নয়, গৃহহীনদের বাসস্থানেরও ব্যবস্থাও করছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এই কথা বলেই নাকি অপহরণ করা হয়েছে এক শিশুকে। দেড় বছর বয়সি সেই শিশুর খোঁজ এখনও মেলেনি। তদন্তে  নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, দিন তিনেক আগে ঘটনাটি ঘটেছে রাঁচিতে (Ranchi)। ঠিক কীভাবে অপহরণ করা হয়েছে শিশুটিকে? জানা গিয়েছে, রাঁচিতে হরমু এলাকায় একটি দোকানে গিয়েছিলেন মধু নামে এক মহিলা। তাঁর সঙ্গে ছিল আট বছর ও দেড় বছর বয়সি দুই শিশুকন্যা। সেই সময়েই বাইকে চেপে হাজির হয় এক ব্যক্তি ও এক মহিলা। তাঁরা মধুকে জানান, দরিদ্রদের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন ধোনি। সেই কথা শুনে ওই দুজনের সঙ্গে সাহায্য নিতে যান মধু।

আরও পড়ুন: Mohammad Rizwan: গাজার ভাই-বোনদের সেঞ্চুরি উৎসর্গ, শাস্তির মুখে পরবেন পাক ব্যাটার?

হরমুতে পৌঁছে মধুকে জানানো হয়, সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি বৈঠক চলছে। এর পরে নানা কথায় মধুকে ভুলিয়ে বাইকে করে দেড় বছরের শিশুকন্যাটিকে নিয়ে পালিয়ে যায় দুজন। চেষ্টা করেও তাদের ধরতে পারেননি মধু। ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু তিনদিন কেটে যাওয়ার পরেও শিশুটির খোঁজ মেলেনি। এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

এরপর মধু ও তাঁর দেড় বছরের মেয়েকে হার্মুর বিদ্যুৎ দফতরে নিয়ে আসে ওই বাইক আরোহীরা। সেখানে পৌঁছে দুই অভিযুক্ত মধুকে জানায় যে ভিতরে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি বৈঠক চলছে। এরপরে নানা কথায় মধুকে ভুলিয়ে বাইকে করে দেড় বছরের শিশুকন্যাটিকে নিয়ে তারা পালিয়ে যায়। চেষ্টা করেও তাদের ধরতে পারেননি বলে দাবি মধুর। এরপরই ঘটনাটি নিয়ে পুলিশের দ্বারস্থ হন ‘অপহৃত’ শিশুর মা। কিন্তু তিনদিন কেটে যাওয়ার পরও এখনও শিশুটির খোঁজ মেলেনি।

মধুর বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশকে প্রথমে মধু জানিয়েছিলেন, তাঁকে সরকারি সাহায্যের কথা বলেছিল দুই বাইক আরোহী। বেশ খানিকক্ষণ পর তিনি আবার বলেন, ধোনির নাম করে সাহায্য দেওয়ার কথা বলেছে তারা। তবে এই ঘটনার সঙ্গে ধোনির নাম জড়ানোর বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও অপহরণকারীদের পরিচয় সংক্রান্ত কোনও তথ্য পুলিশের হাতে আসেনি।

আরও পড়ুন: Greg Chappell: চরম আর্থিক কষ্টে ভারতীয় বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেল