Champions League: Bayern Munich Ease Past PSG, Into Champions League Last Eight

Champions League: মেসি-এমবাপেকে মাটিতে শুইয়ে জয় বায়ার্নের! চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল PSG

মেসি, এমবাপে, র‍্যামোস, হাকিমিদের মতো তারকাখচিত দল প্যারিস সাঁ জাঁ। সেই দলকে একপ্রকার গুঁড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মান চ্যাম্পিয়নরা।

প্যারিসে বায়ার্ন পিএসজির ঘরের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে খেলতে নেমেছিল ফিরতি পর্বে। দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠ এলিয়াঞ্জ এরেনায় ২-০ গোলে বুন্দেশলিগার জায়ান্টরা তছনছ করল মেসি-এমবাপেদের পিএসজিকে। সবমিলিয়ে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছল নাগেলসম্যানের বায়ার্ন।

প্ৰথম পর্বে পিএসজিকে ধাক্কা দিয়েছিলেন ক্লাবেরই প্রাক্তন কিংসলে কোমান। বুধবার রাতে বাভারিয়ান্সদের প্ৰথম গোল-ই করেন পিএসজির অন্য প্রাক্তনী এরিক ম্যাক্সিম চুপো মতিঙ। বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল সের্জিও গ্যাব্রির। প্রথমার্ধে দাপট দেখিয়েছিল পিএসজির-ই। তবে একটি মোক্ষম গোলের সুযোগ পেলেও গোল লাইন ক্লিয়ারেন্স করে দেন ম্যাথিস দে লিট। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে শেষ আটে পৌঁছনো নিশ্চিত করে বায়ার্ন।

আরও পড়ুন: Sting Operation: সৌরভের সঙ্গে ইগোর সমস্যার জেরেই অধিনায়কত্ব খুইয়েছেন বিরাট! দাবি চেতন শর্মার

কাতারের ধনকুবের নাসের আল-খেলাফি পিএসজির দায়িত্ব নেওয়ার পর জলের মতো পয়সা খরচ করে চলেছেন শুধু একটাই স্বপ্ন নিয়ে। সেটা হল প্যারিসের ক্লাবটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জেতানো। সেই লক্ষ্যে একে একে মেসি, নেইমার, র‍্যামোস, এমবাপেদের মতো তারকা ফুটবলারদের সই করিয়েছেন তিনি। একাধিকবার বদলেছে কোচ। কিন্তু কিছুতেই কাজের কাজ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো দূরঅস্ত ফাইনালেও পৌঁছাতে পারেনি মেসিদের দল। এবারেও তেমনটাই হল। প্রি-কোয়ার্টার ফাইনালেই ছিটকে যেতে হল প্যারিসের দলটিকে।

বায়ার্নের পাশাপাশি এদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে এসি মিলানও। টটেনহ্যাম হটস্পারকে দুই পর্ব মিলিয়ে ১-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল মিলানের ক্লাবটি। এর আগেই বেনফিকা এবং চেলসি শেষ আটে চলে গিয়েছে।

আরও পড়ুন: Sania Mirza: অভিষেক হওয়া কোর্টেই কেরিয়ারের শেষ ম্যাচ সানিয়ার, কাঁদতে কাঁদতে টেনিসকে বিদায়