Champions Trophy: India To Not Travel To Pakistan For Champions Trophy 2025: ICC Informs PCB

Champions Trophy: পাকিস্তানে খেলতে যেতে নারাজ ভারত, আইনি পথে হাঁটার ভাবনা পিসিবি-র

২০২৫ সালের শুরুতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না গেলে স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে যেতে পারে পিসিবি। এমনটাই খবর সূত্রে।

২০২৫-র ফেব্রুয়ারি মাসে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু ভারত যে সেদেশে যাবে না, তা নিয়ে চর্চা ছিল দীর্ঘদিন ধরেই। এর মধ্যে আইসিসিকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। সেক্ষেত্রে হাইব্রিড মডেল ছাড়া আর কোনও উপায় নেই।

পাকিস্তান যদিও প্রথম থেকে এই মডেলের বিরোধিতা করে এসেছে। পিসিবি থেকে জোর গলাতেই বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানেই। কিন্তু আইসিসির পক্ষ থেকে ভারতের সিদ্ধান্ত জানানো হয়েছে পিসিবিকে। ১১ নভেম্বর লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি বিশেষ অনুষ্ঠান হওয়ারও কথা ছিল। সেটা বাতিল করেছে আইসিসি।

ভারতের পদক্ষেপে স্পষ্টতই চাপে পড়েছে পাকিস্তান। সেক্ষেত্রে তারা আইনি পথে চলার ভাবনাও রাখছে। এমনকী নিজের দেশের টুর্নামেন্ট থেকেই নাম তুলে নিতে পারে পাকিস্তান।নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতা শুরু হওয়ার ১০০ দিন আগে সূচি ঘোষণা করা হয়। এখন সূচিতে কী লেখা হয় সেটাই দেখার।