ক্রিকেট ম্যাচের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে নয়ডায় মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারের। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মৃতের নাম বিকাশ নেগি। ৩৬ বছরের ওই তরুনের কাছে ক্রিকেট ছিল নেশার মতো। গত ৭ জানুয়ারি রবিবার এক্সপ্রেসওয়ের কাছে একটি মাঠে খেলতে নেমেছিল ব্লেজিং বুলস এবং মাভেরিক্স ১১ নামে দুটি দল। সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বিকাশ। তখন ১৪ ওভারের খেলা চলছে, ব্যাট করছিলেন বিকাশ এবং তাঁর সঙ্গী উন্মেষ কুমার। উন্মেষ তখন বাউন্ডারি হাঁকিয়েছেন, তাঁর সঙ্গে কথা বলার জন্য হেঁটে এগিয়ে যাচ্ছিলেন বিকাশ।
দুজনে হাত মেলান। তারপর হঠাৎ করেই পিচের উপর পড়ে যান বিকাশ। দৌড়ে আসেন আম্পায়ার সহ মাঠে উপস্থিত খেলোয়াড়রা। ম্যাচ থামিয়ে দেওয়া হয়। দুই দলের ক্রিকেটাররাই তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তারপর বিকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিচিতরা জানিয়েছেন যে একটা সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে সুস্থ হয়েও ওঠেন। আপাতত ময়নাতদন্তের জন্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Death due to heart attack in Noida: One run took the life of a batsman Vikas Negi (36)
– Engineer fell on the pitch while playing cricket.pic.twitter.com/QptWuFFV2w— زماں (@Delhiite_) January 9, 2024
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এই মর্মান্তিক ঘটনা ধরা পড়েছে। দেখুন সেই ভিডিও: