Cristiano Ronaldo wins crowd over with chant in Arabic

Cristiano Ronaldo: সৌদির ক্লাবের জার্সি পরে আরবি ভাষায় জবাব দিলেন সিআর৭! আবেগে ভাসল দর্শকরা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করার পরেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি এই ক্লাবে খেলেই অবসর নেবেন পর্তুগিজ তারকা? তার জবাব দিলেন রোনাল্ডো। নতুন ক্লাবের জার্সি পরে সমর্থকদের সামনে আত্মপ্রকাশের পরেই একেবারে আরবি ভাষায় তিনি জানিয়ে দিলেন, এশিয়ায় খেলতে এসেছেন মানেই তাঁর কেরিয়ার শেষ নয়। ইউরোপের বেশ কিছু ক্লাবের প্রস্তাব ফিরিয়ে আল নাসেরে সই করেছেন তিনি। কারণ, তিনি চেয়েছিলেন সৌদির ক্লাবে খেলতে।

নতুন ক্লাবের হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে রোনাল্ডো বলেছেন, ‘‘অনেকে অনেক পরামর্শ দেয়। কিন্তু তারা ফুটবলের কিচ্ছু বোঝে না। এখন ফুটবল অনেক বদলে গিয়েছে। বিশ্বকাপেই আমরা সেটা দেখেছি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র সৌদি আরব হারিয়েছে। দক্ষিণ কোরিয়া, মরক্কোও সেটা দেখিয়েছে। এখন কোনও দলকে হারানো সহজ নয়। ফুটবলের বিবর্তন হয়েছে। তাই আমি সৌদির ক্লাবে খেলতে চেয়েছিলাম। এখানকার ফুটবলের জন্য কিছু করতে চেয়েছিলাম। সেই কারণেই আল নাসেরে সই করেছি।’’

স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে আল নাসেরে সই করলেও এটাই তাঁর শেষ ক্লাব নয় বলে জানিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, ‘‘এটা আমার কেরিয়ারের শেষ নয়। আমি একটা বদল চেয়েছিলাম। সত্যি বলতে, কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি। এখানে খেলতে এসে খুব খুশি। সৌদির লিগ যথেষ্ট কঠিন। কারণ, আমি অনেকগুলো ম্যাচ দেখেছি। সেটাও অনেকে জানে না।’’

আরও পড়ুন:  India Vs Bangladesh: হামাগুড়ি দিয়ে টেস্ট জয় ভারতের, অশ্বিন, শ্রেয়সের ব্যাটে হার বাংলাদেশের

রোনাল্ডো বলেছেন, ‘‘আমি খেলতে চাই। খেলা উপভোগ করতে চাই। ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আমেরিকা, এমনকি পর্তুগালের ক্লাব থেকেও আমি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি আল নাসেরে সই করেছি। আমার যা অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে এই ক্লাবের ও সৌদির ফুটবলের উন্নতি করতে চাই। সেটা আমার আরও একটা লক্ষ্য।’’

রোনাল্ডোর সঙ্গে সৌদিতে এসেছে তাঁর পরিবারও। বান্ধবী জর্জিনা ও সন্তানদের নিয়ে ক্লাবের স্টেডিয়ামে এসেছিলেন তিনি। রোনাল্ডোকে দেখতে ভিড় জমেছিল স্টেডিয়ামে। সেখানে তাঁকে যথেষ্ট খুশি দেখাচ্ছিল। সঞ্চালিকার অনুরোধে আরবি ভাষাতেও কথা বলেন সিআর৭।

উল্লেখ্য সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু এশিয়া ক্লাবের হয়ে খেলার পাশাপাশি ইউরোপের লিগে কী করে খেলার সুযোগ পাবেন সিআরসেভেন? অবিশ্বাস্য শোনালেও বাস্তবে এমনটা হতেই পারে।ঘটনাটি হল প্রিমিয়র লিগের দল নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়, তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে পারবেন রোনাল্ডো। আল নাসেরের সঙ্গে চুক্তিতে নাকি রয়েছে এমনই একটা শর্ত। যা নাকি রেখেছেন স্বয়ং রোনাল্ডো।

আসলে আল নাসের এবং নিউক্যাসল ইউনাইটেড দুই দলের দলের মালিকানাই সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছেন রোনাল্ডো। সেই সুযোগকে কাজে লাগিয়ে রোনাল্ডো তাঁর চুক্তিতে এমন একটা শর্ত দিয়েছেন । যেখানে বলা হয়েছে নিউক্যাসল ইউনাইটেড আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেলে তাকে লোনে ইংলিশ ক্লাবে পাঠাতে হবে। প্রসঙ্গত এই মুহূর্তে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে নিউক্যাসল। নিয়ম অনুযায়ী প্রিমিয়র লিগের শীর্ষ চার দল পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। ফলে বাস্তবে সেটা হলে ফের চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

আরও পড়ুন: Sourav Ganguly : ফের কামব্যাক, IPL-এ বড় দায়িত্বে সৌরভ