মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার আশা জিইয়ে রেখেছে আর্জেন্টিনা। যদিও শেষ ১৬-র টিকিট এখনও নিশ্চিত নয় লিও মেসিদের। শেষ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে জিততে হবে তাঁদের। না জিতলে তাকিয়ে থাকতে অন্য ম্যাচের দিকে।
প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার চাপে ফেলে দিয়েছিল আর্জেন্টিনাকে। শনিবার মেক্সিকোর বিরুদ্ধে জিততে না পারলে প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতেন মেসিরা। চাপের মুখে মেক্সিকোর বিরুদ্ধেও প্রথমার্ধে প্রত্যাশা মতো খেলতে পারেনি লিয়োনেল স্কালোনির দল। ৬৪ মিনিটে মেসির দুরন্ত গোলে চাপ মুক্ত হয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর মেক্সিকো ম্যাচে রূপকথার গোল করে মহাতারকা ছুঁয়ে ফেললেন স্বয়ং দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকে। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল সংখ্যার নিরিখে। মেসি এবং ম্যারাডোনা দুই কিংবদন্তিরই বিশ্বকাপ গোলসংখ্যা আট। তাৎপর্যপূর্ণভাবে মেসি এবং ম্যারাডোনা দুজনেই আট গোল করেছেন ২১টি বিশ্বকাপের ম্যাচে খেলে। ঘটনাচক্রে মারাদোনার দ্বিতীয় প্রয়াণ বার্ষিকীর একদিন পরেই এল মেসির তাঁকে স্পর্শ করার বিশ্ব নজির।
👀 🥅
⚽
⚽
⚽
⚽
⚽
Enz⚽ curler seals @Argentina's win 🙌Enjoy more of these from #FIFAWorldCup on #JioCinema & #Sports18 📺📲#FIFAWConJioCinema #FIFAWConSports18 pic.twitter.com/qtR5R4fMu8
— JioCinema (@JioCinema) November 26, 2022
আরও পড়ুন: Diego Maradona: বিক্রি হল সেই ঐতিহাসিক ‘হ্যান্ড অফ গড’ বল, জানেন কত দামে?
গ্রুপের দু’টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার সংগ্রহ ৩ পয়েন্ট। পিছিয়ে নেই ‘ই’ গ্রুপের অন্য দলগুলিও। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই আর্জেন্টিনার। গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। দু’টি ম্যাচে তাদের পয়েন্ট ৪। গোল করেছে ২টি। কোনও গোল এখনও হজম করেননি লেয়নডস্কিরা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা গোল করেছে ৩টি। গোল খেয়েছে ২টি। তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। দু’টি ম্যাচে তাদেরও সংগ্রহ ৩ পয়েন্ট। ২টি গোল করলেও ৩টি গোল খেয়েছে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া এশিয়ার দেশ। চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো। দু’ম্যাচে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। কোনও গোল না করলেও ২টি গোল খেয়েছে তারা।
অঙ্কের বিচারে সহজ সমীকরণ হল, শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতেই হবে পোল্যান্ডকে। বৃহস্পতিবার আর্জেন্টিনা পোল্যান্ডকে হারালে পরবর্তী পর্যায়ে পৌঁছে যাবে। ড্র করলেও আর্জেন্টিনা শেষ ষোলোয় পৌঁছতে পারে। সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচে সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে মেসিদের।
আরও পড়ুন: FIFA World Cup 2022: গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না নেইমারের, ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ