FIFA World Cup 2022: Tite resigns from the post of Brazil coach, Neymar is not sure about playing for Brazil again

FIFA World Cup 2022: ব্রাজিলের বিদায়ের পরই ইস্তফা কোচ তিতের, অবসরের ইঙ্গিত দিলেন নেইমার- ও

কাপ অভিযান শেষ হতেই ব্রাজিল কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিতে (FIFA World Cup 2022)। একইসঙ্গে দেশের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করে দিলেন নেইমার।  আর তাঁকে ব্রাজিলের হয়ে খেলতে নাও দেখা যেতে পারে। এমন ইঙ্গিতই দিয়ে রাখলেন।

শুক্রবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিতে । ছ’বছর ব্রাজিল কোচের পদে থাকার পর দায়িত্ব থেকে সরে গেলেন তিনি। তাঁর অধীনে ২০১৮ এবং ২০২২— দু’বারই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচের পর তিতে বলেন, “এই হার মেনে নেওয়া যন্ত্রণার। আমি এ বার একটু শান্তিতে থাকতে চাই। আমাকে যত টুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। দেড় বছর আগেই বলেছিলাম বিশ্বকাপের ফল যা-ই হোক, আমি আর দায়িত্বে থাকব না। দু’রকম কথা আমি বলি না। কোনও রকম নাটক করে পদে থাকার ইচ্ছেও আমার নেই। যাঁরা আমাকে চেনে, তাঁরা জানে আমি এক কথার মানুষ।”

শুক্রবার রাতে এডুকেশন সিটি স্টেডিয়ামে ২-৪ গোলে পেনাল্টিতে হেরে যাওয়ার পর নেইমারকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। কান্না থামছিল না তাঁর। সতীর্থ থিয়েগো সিলভা এসে তাঁকে থামানোর চেষ্টা করেন। নেমার বিশ্বাসই করতে পারছিলেন না যে, ব্রাজিল হেরে গিয়েছে। সমর্থকদের মতো বিস্ময় ছিল নেইমারের চোখেও। বিশ্বাস হচ্ছিল না মাত্র ১৫ মিনিটে ব্রাজিলের সব লড়াই শেষ হয়ে গেল।

আরও পড়ুন: Paige Spiranac: রোনাল্ডোর উচ্ছ্বাস ভঙ্গি নকল করে পোশাক খুললেন প্রাক্তন গল্ফার

নেইমার ব্রাজিলের হয়ে ৭৭তম গোল করে পেলেকে ছুঁয়েছিলেন। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। তিন বার বিশ্বকাপ খেলে ফেললেও এখনও ট্রফি অধরা। কিন্তু এর পর তিনি আবার কবে ব্রাজিলের জার্সি পরবেন তা স্পষ্ট নয়।

ম্যাচ শেষে নেইমার বললেন, “গোটা বিষয়টা দুঃস্বপ্নের মতো। এখনও বুঝতে পারছি না কী হয়ে গেল। হারের ক্ষতটা দীর্ঘদিন থেকে যাবে। এটা ফুটবল। এখানে এগুলো হতেই পারে। বাড়ি ফিরে কাঁদব। দুঃখটা ভুলতে অনেকদিন সময় লাগবে। আমার মনে হয়, জাতীয় দলে খেলার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। বলছি না আর খেলবই না। তবে এটাও ঠিক, দলে অনেক নতুন ছেলে চলে এসেছে। আমায় ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।” চার বছর বাদে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় যখন বসবে বিশ্বকাপের আসর, তখন নেইমারের বয়স হবে ৩৪। মেসি, রোনাল্ডোর বয়স ৩৫ পার, দানি আলভেজ, পেপেরা কাতারে এসেছেন ৩৯ বছর বয়সে। তাহলে কেন হঠাৎ এত নিরাশ নেইমার?

নেইমার ২০২৬ বিশ্বমঞ্চে থাকবেনই না, এই কথা জোর দিয়ে বলা না গেলেও ৩৮ বছর বয়সি অধিনায়ক থিয়াগো সিলভার যে এটাই শেষ বিশ্বকাপ, তা বলার অপেক্ষা রাখে না। হতাশ শরীরটা টানতে টানতে মিক্সড জোন থেকে বার হওয়ার আগে বলে গেলেন, “জীবনে সবকিছু পাওয়া যায় না। ফুটবলার হিসাবে কাপটা ছোঁয়া হল না। কে জানে, হয়তো অন্য কোনও ভূমিকায় সেই স্বপ্ন সফল হবে!”

আরও পড়ুন: FIFA World Cup 2022: টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়, সেমিফাইনালে আর্জেন্টিনা