প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই আজ বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান। আগামিকাল শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মার্গে পৌঁছে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর
Manmohan Singh : প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়। ৯২ বছরের রাজনীতিবিদকে শ্বাসকষ্টজনিত কারণে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। রাত ৮টা নাগাদ পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। রাত ১০টা নাগাদ খবর আসে মারা গেছেন মনমোহন (Manmohan Singh Died)।। ১৯৯১ সালে
GST on Popcorn: পপকর্নেও GST! ফ্লেভার অনুযায়ী গুনতে হবে বেশি টাকা, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়
প্যাকেটজাত রেডি টু ইট পপকর্নের উপর ১২ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। অন্যদিকে ক্যারামেলাইজড পপকর্নের (Caramelized popcorn) উপর জিএসটি রয়েছে ১৮ শতাংশ। শনিবার জিএসটি কাউন্সিলের (GST Council) ৫৫ তম বৈঠকে জানানো হয়েছে, বর্তমানে লাগু হওয়া এই জিএসটি হারে কোনও পরিবর্তন আনা হবে না। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। শনিবার