সকালটা দেখলেই বোঝা যায় যে সারা দিনটা কেমন যাবে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) প্রথম ইনিংস যেন তারই জানান দিচ্ছিল। ব্যাট হাতে অধিনায়কের মারমুখি ব্যাটিং। বিশাল স্কোর বোর্ডে তোলা। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। মাঝে জস বাটলারের (Jos Buttler) ঝোড়ো ইনিংস। যদিও শেষ পর্যন্ত জয় হল গুজরাত টাইটান্সেরই। রাজস্থানের বিরুদ্ধে ৩৭ রানে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে পৌঁছে গেল হার্দিক পাণ্ড্যর দল।
বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট নেমেই মুখ থুবড়ে পড়ে রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। একদিকে ফর্মে জস বাটলার ঝড়ের গতিতে ব্যাট চালাতে থাকলেও অপরদিকে একের পর এক উইকেট হারাতে থাকে গোলাপি জার্সিধারীরা। ৫২ রান করে বাটলার ফেরার পর যেন আরও ভেঙে পড়ে রাজস্থান। সিমরান হেটমায়ার (২৯), রিয়ান পরাগ (১৮) ও জিমি নিশাম (১৭) ছাড়া। সেইভাবে গুজরাটের বোলিংয়ের সামনে কেউ দাঁড়াতেই পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। জস দয়াল ও লুকি ফার্গুসন ৩টি করে উইকেট দখল করেন।
? ?
#AavaDe #SeasonOfFirsts #RRvGT pic.twitter.com/xW0FJhNR7s— Gujarat Titans (@gujarat_titans) April 14, 2022
গুজরাতকে চাপে রাখার খেলা খেলতে চেয়েছিল রাজস্থান। কিন্তু ফাটকা কাজে লাগল না। অশ্বিন মাত্র আট রানে ফিরলেন। লকি ফার্গুসনকে ছক্কা মেরে অর্ধশতরান করলেও পরের বলেই তাঁর বুদ্ধির কাছে ঠকে গিয়ে ৫৪ রানে ফিরলেন বাটলার। দুরন্ত থ্রোয়ে সঞ্জুকে ফিরিয়ে দেন হার্দিকও। ওখানেই রাজস্থানের জয়ের আশা শেষ হয়ে যায়। মাঝে তবু শিমরন হেটমেয়ার একটু চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও ২৯ রানে ফিরে যান।