ICC World Cup 2023 : ICC breaks the internet with 2023 World Cup promo featuring Shah Rukh Khan

ICC World Cup 2023 : বিশ্বকাপের প্রচারে শাহরুখ, ভিডিয়ো প্রকাশ করল আইসিসি

এই দিনটার জন্যই তো বেঁচে থাকা, স্বপ্ন দেখা। বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর ৭৭ দিন আগে প্রকাশিত প্রোমোতে এই কথা গুলোই শোনা গেল শাহরুখ খানের মুখে। ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের প্রোমোতে মূল চমক বলিউডের কিং খান। এছাড়াও দেখা গেল শুভমান গিল (Shubhman Gill), জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)-সহ বিশ্ব ক্রিকেটের একঝাঁক ক্রিকেট তারকাকেও। প্রোমোতে দেখা গিয়েছে বিশ্বকাপের ইতিহাসের সোনালি মুহূর্তও। এই প্রথমবার শুধুমাত্র ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)।

বিশ্বকাপের প্রচারের নাম দেওয়া হয়েছে ‘ইট টেক্‌স ওয়ান ডে’। গোটা বিশ্বের সমর্থকদের একটি সূত্রে গাঁথার কারণেই এমন নাম দেওয়া হয়েছে। ‘নবরস’, অর্থাৎ একটি ক্রিকেট ম্যাচ দেখার সময়ে যে ন’টি আবেগ হয় সমর্থকদের, সেটি তুলে ধরেছে আইসিসি।

শাহরুখ ছাড়াও বিজ্ঞাপনী প্রচারে থাকছেন প্রাক্তন ক্রিকেটার জেপি ডুমিনি, দীনেশ কার্তিক, শুভমন গিল, গত বারের বিশ্বজয়ী অধিনায়ক অইন মর্গ্যান, মুথাইয়া মুরলীধরন, জন্টি রোডস এবং জেমাইমা রদ্রিগেস। আগের বিশ্বকাপের বিভিন্ন মুহূর্ত দেখানো হয়েছে একটি ভিডিয়োয়।

আগামী ক্রিকেট বিশ্বকাপে শাহরুখ খানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে, আগেই সেটার আভাস দিয়েছিল আইসিসি। তারপরেই বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বিশ্বকাপের প্রোমো। ২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও শুরু হয়েছে কিং খানের কণ্ঠস্বরে।

আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস এই প্রচার শুরু করার আগে বলেছেন, “এক দিনের ক্রিকেটের সাহায্যে সত্যিকারের আনন্দকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই প্রচার। সমর্থকই হোন বা ক্রিকেটার, প্রত্যেকেরই ম্যাচের সময় ন’রকমের অনুভূতি হয়। তাই নবরসকে তুলে ধরেছি আমরা। পাশাপাশি, ক্রিকেট এবং সিনেমার ভারতের মানুষের হৃদয়ে। তাই দু’টিকে মিলিয়ে দিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাই আমরা।”

বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেছেন, “এক দিনের ফরম্যাটের তাৎপর্য রয়েছে। দুর্দান্ত মুহূর্ত, হাড্ডাহাড্ডি লড়াই এবং অপ্রত্যাশিত ফলাফল উপহার দেওয়ার ক্ষমতা রয়েছে যা গোটা বিশ্বের সমর্থকেরা উপভোগ করে। বিশ্বমানের একটা প্রতিযোগিতা উপহার দিতে চাই আমরা, যেখান থেকে আগামী প্রজন্মের নায়কেরা উঠে আসবে।”