ICC Cricket World Cup 2023: India vs Pakistan on October 15, final in Ahmedabad

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সেই মোদীর রাজ্যেই, কলকাতায় একটি সেমিফাইনাল

প্রকাশিত হল ক্রিকেট বিশ্বকাপের সূচি। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের বল গড়াচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড।

সচিব জয় শাহ জানিয়ে দিলেন, বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল ও ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। রোহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে চেন্নাইয়ে। পরবর্তী ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে বলে জানিয়েছেন জয়।

আরও পড়ুন: IPL 2023 Final: হার্দিকের ভুল ক্যাপ্টেন্সিরই খেসারত? হার্দিকের উপর চটলেন গাভাসকর-সেহওয়াগ

১১ অক্টোবর দিল্লিতে মুখোমুখি ভারত ও আফগানিস্তান। ভারত ও পাকিস্তানের মেগাম্যাচ হবে আহমেদাবাদেই। ম্যাচটি হবে ১৫ অক্টোবর। এই  ১৯ অক্টোবর ভারত ও বাংলাদেশ মুখোমুখি পুণেতে। ২২ অক্টোবর ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। খেলাটি হবে ধর্মশালায়।

২৯ অক্টোবর রোহিত শর্মার ভারতের সামনে ইংল্যান্ড। খেলাটি হবে লখনউতে। ২ নভেম্বর মুম্বইয়ে ভারতের সামনে কোয়ালিফায়ার ২। ৫ নভেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলা হবে ইডেন গার্ডেন্সে। ১১ নভেম্বর ভারত ও কোয়ালিফায়ারের ম্যাচ হবে বেঙ্গালুরুতে।

আরও পড়ুন: Rinku Singh: ‘বাচ্চা’ নয়, রিঙ্কুকে ‘বাপ’ বললেন শাহরুখ, কিন্তু কেন?