বিশ্বকাপের ফাইনালের বাকি দু’দিন। রবিবার সেই ম্যাচের অনুষ্ঠানের মহড়া চলল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রবিবার আকাশে একটি প্রদর্শনী করবে। তারই মহড়া চলছে। সেই ভিডিয়ো পোস্ট করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
আমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দিয়ে গত ৫ অক্টোবর উদ্বোধন হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের। কিন্তু সেই ম্যাচের আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। বরং গত ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছিল। যেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা। এবং যা খবর, তাতে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানেও যথেষ্ট জাঁকজমকের ব্যবস্থা থাকছে।
খবর যা, তাতে বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধান অতিথি হিসেবে। শোনা গেল, ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের দুই পূর্বতন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। উপস্থিত থাকছেন শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)।
সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার কথা বলিউড গায়ক প্রীতম থেকে বিখ্যাত ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার।তবে সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’ দেশজুড়ে নানাবিধ ‘এয়ার শো’ করে থাকে। ন’টা বিমান আছে যাদের। এবং যারা আকাশে নানাবিধ ফর্মেশন সৃষ্টি করে। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে দশ মিনিট পারফর্ম করবে ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’।