IND vs AUS: India beats Australia in 1st Test at Nagpur

IND vs AUS: আড়াই দিনেই খেল খতম! অশ্বিনের ঘূর্ণিতে লজ্জার হার অস্ট্রেলিয়ার

নাগপুর টেস্টের শুরু থেকেই ব্যাটে-বলে দাপট দেখায় ভারত। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে পালটা ব্যাট করতে নামা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষেই বড়সড় লিড নেয়। তৃতীয় দিনের প্রথম সেশনে অজিদের ঘাড়ে বোঝাটা আরও বাড়িয়ে দেন ভারতীয় তারকারা। ঘূর্ণি পিচে শেষ ইনিংসে ব্যাট করার সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রথম ইনিংসের নিরিখে লিড যতটা সম্ভব বাড়িয়ে নেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া অবশ্য প্রথম ইনিংসের খামতিই মেটাতে পারেনি। তারা ইনিংসের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে।  ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

আরও পড়ুন: Rishi Sunak: সিটবেল্ট ছাড়াই গাড়িতে! ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের স্পিনের গেরোয় প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙেন জাদেজা। আরেক অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ঝুলিতে ভরেন ৩ উইকেট। আর তাতেই ১৭৭ রানে গুটিয়ে যায় অজিবাহিনী। তবে জবাবে ব্যাট করতে নেমে চোখ ধাঁধানো ইনিংস খেলেন রোহিত শর্মা। ১২০ রান করে বুঝিয়ে দেন, উইকেট নিয়ে ক্ষোভের কোনও জায়গা নেই। বল চিনতে পারলে এই উইকেটেও অনায়াসে রান করা সম্ভব। অধিনায়কের সেই তত্ত্বে সিলমোহর দিলেন জাদেজা এবং অক্ষর। ৩৭ রানের ইনিংসে মন জয় করলেন শামিও।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। তবে সেটা শুধু পিচের জন্য নয়, ভারতীয় স্পিনারদের জুজু অস্ট্রেলিয়ার পতনের মূল কারণ।

অস্ট্রেলিয়া: ১৭৭/১০, ৯১/১০ 
ভারত: ৪০০/১০ (রোহিত-১২০, জাদেজা-৭০, অক্ষর-৮৪)
এক ইনিংস ও ১৩২ রানে জয়ী ভারত

আরও পড়ুন: Turkey Earthquake: নিখোঁজ প্রাক্তন চেলসি এবং নিউক্যাসল ফুটবলার আতসু, বিশ্বজুড়ে প্রার্থনা