শেষ পর্যন্ত রোহিত শর্মাকে ছাড়াই সিডনি টেস্টে খেলতে নামছে ভারত। ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অন্য একটি ইংরেজি দৈনিকের দাবি, রোহিতকে বাদ দেওয়া হয়েছে। শেষ টেস্টে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ। রোহিত যদি আর টেস্টে না খেলেন, তাহলে তিনি হবেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি সিরিজের মাঝে বাদ পড়বেন।
বৃহস্পতিবার সকাল থেকেই চর্চা শুরু হয়ে যায় রোহিতকে নিয়ে। টেস্টের আগের দিন সাধারণত অধিনায়ক সাংবাদিক বৈঠক করেন। কিন্তু বৃহস্পতিবার কোচ গৌতম গম্ভীরকে সাংবাদিক বৈঠকে দেখা যায়। সাংবাদিক বৈঠকে গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল কেন রোহিত আসেননি? তাতে কোচ বলেছিলেন “রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
রোহিত খেলবেন কি না জিজ্ঞেস করা হলেও স্পষ্ট উত্তর দেননি গম্ভীর। তিনি বলেছিলেন, “এখনই বললাম, আমরা আগে উইকেট দেখব। তার পর কাল প্রথম একাদশ বেছে নেব।”রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক ভালো নয়। পারথ টেস্টে রোহিতের অনুপস্থিতিতে গৌতম গম্ভীর ও জশপ্রীত বুমরা দলকে যেভাবে তৈরি করেছিলেন সেটা রোহিত এসে বদলেছেন। যার মধ্যে অন্যতম হচ্ছে অশ্বিনের অবসর। অশ্বিনের বাবা অপমানের প্রসঙ্গ আনলেও সেটা যে ফেলনা নয় তার প্রমাণ মিলেছে। পাশাপাশি ব্যাটিং অর্ডারে রোহিতের উপর নিচ করা একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে। গম্ভীর সাংবাদিক বৈঠকে সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘প্লেয়ারকে দলের স্বার্থে খেলতে হবে। দল যা চাইবে সেই হিসেবে খেলতে হবে।’ গম্ভীরের এই কথার সঙ্গে মানাচ্ছে না রোহিতের বর্তমান অবস্থান। তিনি গিলকে বসিয়ে নিজে ওপেন করেছেন। ওপেনে সাফল্য পাওয়া রাহুলকে সরিয়ে দিয়েছেন।
খবর বলছে, অঘটন বা কোনও উপরের স্তর থেকে নির্দেশ না এলে সিডনিতে রোহিতের খেলা কঠিন। তিনি না খেললে তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন জশপ্রীত বুমরা ও দলে ফিরবেন শুবমান গিল। তবে সিডনি টেস্টে রোহিত না খেললে তাঁকে কি আর দেখা যাবে না জাতীয় দলের জার্সি গায়ে?