টি-টোয়েন্টি বিশ্বকাপ(IND vs ENG T20) থেকে ছিটকে যাওয়ার পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। কেঁদে ফেললেন ভারত অধিনায়ক। তাঁকে সান্ত্বনা দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু তার পরেও নিজেকে আটকাতে পারছিলেন না রোহিত।
টি-টোয়েন্টি(T20) বিশ্বকাপের সেমিফাইনালে(Semifinal) ভারতের বিদায়। ইংল্যান্ডের (ENGLAND)কাছে ১০ উইকেটে হার। কেন এমন ভাবে হারল হারতে হল ভারতকে?
- ব্যাটিংয়ের শুরুটাই খারাপ করে ভারত । দ্বিতীয় ওভারেই ফিরতে হয় লোকেশ রাহুলকে । মাত্র ৫ রান করে ক্রিস ওকসের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার।
- পাওয়ার প্লে-র প্রথম ছ’ওভারে ভারত মাত্র ৩৮ রান তোলে। ফলে শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত।
- রোহিত শর্মার খারাপ ফর্মও খানিকটা দায়ী । এই ম্যাচেও একেবারেই ভাল খেলতে পারেননি তিনি । ২৮ বলে ২৭ রান করেন তিনি ।
- এরকম হাইভোল্টেজ ম্যাচে প্রথম দশ ওভারে ভারত রান করে মাত্র ৬২ ।
- দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ব্যর্থ। ১০ বলে মাত্র ১৪ রান করেন তিনি।
- কোহলি-সূর্য ছাড়া কোনও বড় জুটি হয়নি। সার্বিক ভাবে ব্যর্থ ভারতীয় ব্যাটিং।
- ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিংহ, অক্ষর পটেল, মহম্মদ শামিরা ইংল্যান্ডের একটিও উইকেট ফেলতে পারেননি।
- ফিল্ডিংও ভাল হয়নি। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মহম্মদ শামি যা করলেন, তার কোনও ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন।
- টসে হারাও ভারতের(India) বিপক্ষে গিয়েছে।