আশা জাগিয়েও ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম জয় ছিনিয়ে নিতে পারল না বাংলাদেশ (India Vs Bangladesh)। শ্রেয়স আয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে মীরপুরে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। ৭ উইকেটে প্রয়োজনীয় ১৪৫ রান তুলল ভারত।
রবিবার অর্থাৎ মীরপুর টেস্টের চতুর্থ দিন খেলতে নামার আগে ভারতের স্কোর ছিল ৪ উইকেটের বিনিময়ে ৪৫ রান। জয়ের জন্য দরকার ছিল আরও ১০০ রান। বাংলাদেশ স্পিনারদের ঘূর্ণিঝড় সামলে এই লক্ষ্যে পৌঁছানোটা যে খুব একটা সহজ কাজ হবে না, সেটা শনিবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবারের জন্য টেস্ট হারার আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে এদিন সকালে খেলা শুরু হওয়ার পর। আগের দিনের অপরাজিত ব্যাটার জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) ফিরে যান সাতসকালেই। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ঋষভ পন্থও। আগের দিন যে অক্ষর প্যাটেলকে ঝকঝকে দেখাচ্ছিল, তিনিও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। যার ফলে মাত্র ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। তখনও জয়ের জন্য দরকার ছিল ৭১ রান।
আরও পড়ুন: FIFA Word Cup Final 2022: সেরা প্লেয়ার মেসি, গোল্ডেন বুট এমবাপের, একনজরে পুরস্কারের তালিকা
উনাদকাট এবং পন্থরা (Rishabh Pant) প্যাভিলিয়নে ফেরার আগে অবশ্য একটা কাজ করেছিলেন। ক্রিজে থিতু হয়ে দাঁড়িয়ে না থেকে বাংলাদেশ বোলারদের পালটা আক্রমণের রাস্তা দেখিয়ে গিয়েছিলেন। সেই পথেই এগোলেন শ্রেয়স এবং অশ্বিন। আর তাতেই এল সাফল্য। অষ্টম উইকেটের জুটিতে দুই ব্যাটার ঠান্ডা মাথায় ভারতকে পৌঁছে দিল নির্ধারিত লক্ষ্যে। অশ্বিন করলেন ৪২ রান। আর শ্রেয়স করলেন ২৯। বাংলাদেশের মেহেদি হাসান মাত্র ৬৩ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। শাকিব পান দুটি উইকেট।
জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজও দখল করল ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে রইল টিম ইন্ডিয়া (Team India)। এবার ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটাই আসল পরীক্ষা হতে চলেছে ভারতীয় দলের জন্য। টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ওই সিরিজ ৩-০ বা ৩-১ ব্যবধানে জিততে হবে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: Lionel Messi: নিজের সই করা জার্সি ভারতে পাঠালেন মেসি, কাকে দিলেন উপহার?