India beat England India won by 10 wickets

ENG v IND: বুমরার ” বুম বুম” বোলিং, ব্যাটে রোহিত; ওভালে ইংরেজ ‘বধ’ ভারতের

য়ের দাপট (৬/১৯), পরে নেতা রোহিত শর্মার ব্যাটিং ঝড় ( ৫৮ বলে অপরাজিত ৭৬ রান) ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু করল ভারত।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে তাঁদের অল্প রানে বেঁধে ফেলার কাজটা করে ফেলেছিলেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ১৯ রান দিয়ে ছ’টি উইকেট তুলে নিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিক হয়ে যান তিনি। তাঁর পাশাপাশি দুই পেসার মহম্মদ শামি তিনটি ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট নেন। একের পর এক উইকেট খুইয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে এটাই ইংলিশ বাহিনীর সর্বনিম্ন রান।

আরও পড়ুন: Lionel Messi: ‘ভীষণ ভালবাসি’, ছুটি কাটানোর একাধিক ছবি দিয়ে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা স্ত্রীর

লক্ষ্য সামান্য হলেও আকাশ আর উইকেটের সঙ্গে ইংল্যান্ডের বোলারদের চিন্তা নিয়ে আবার রোহিত – ধাওয়ান জুটি মাঠে ফেরে।শুরুতে প্রথম রানে নিশ্চিত রান আউট হয়ে যাচ্ছিলেন ধাওয়ান। নেতা রোহিতের তাড়াহুড়ায়। বরাত জোরে সেই যে জুটি অটুট থাকে, তা ১৮.৪ ওভার পর্যন্ত চালিয়ে গিয়ে সহজে জয় তুলে নিল। ম্যাচের সেরা স্বাভাবিক ভাবেই জসপ্রীত বুমরা।

কুঁচকিতে চোটের কারণে এদিন মাঠের বাইরেই ছিলেন বিরাট কোহলি। দীর্ঘদিন রানে নেই তিনি। এমন অবস্থায় ফের রোহিত শর্মার পুরনো ফর্ম নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে। তিন ম্যাচের সিরিজে ১-০-য় এগিয়ে গেল দল। এবার দেখার পরের ম্যাচে টিম ম্যানেজমেন্ট এই উইনিং কম্বিনেশন ভাঙবে কি না।

আরও পড়ুন: T20 World Cup: তিন মাস আগেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, খালি নেই হোটেল