India-Pakistan ICC Men's T20 World Cup tickets almost sold out months in advance

T20 World Cup: তিন মাস আগেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, খালি নেই হোটেল

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ মানে আলাদা উত্তেজনা। বিশ্বকাপের মতো আসরে সেটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে দুই দলের ম্যাচের সব টিকিট টুর্নামেন্ট শুরুর তিন মাস আগেই বিক্রি হয়ে গেছে। ট্যুরিজম অস্ট্রেলিয়া এবং দেশটির ট্রাভেল এজেন্টরা ম্যাচের সব টিকিট বিক্রির খবর নিশ্চিত করেছে।

দীর্ঘ বিরতির পর দুই দেশ ফের মুখোমুখি হত চলেছে। প্রথম তাদের দেখা যাবে এশিয়াকাপে (Adia cup) । খেলা শুরু ২৭ অগাস্ট (August) থেকে, চলবে ১১ সেপ্টেম্বর (September) পর্যন্ত। সেই ম্যাচ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত মুখোমুখি হবে পাকিস্তানের বিরুদ্ধে। খেলা ২৩ অক্টোবর, মেলবোর্ন ক্রিকেট মাঠে (Melbourne Cricket Ground)। তিন মাস আগেই ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে (sold out)। টিকিট বিক্রির পাশাপাশি মেলবোর্নে আর একটি হোটেলও (hotels) ফাঁকা নেই।

আরও পড়ুন: Wimbledon: এবার উইম্বলডনে নিষিদ্ধ হল One Night Stand

তার ওপর সে ম্যাচ দীপাবলির ছুটিতে। পুরো প্যাকেজটিই আকর্ষণীয়। সব মিলিয়ে টিকিটের চাহিদাও চড়া। এরই মধ্যে শেষ হয়ে গেছে সে ম্যাচের টিকিট। সাধারণদের জন্য রাখা যে টিকিট, সেটি তো শেষ মিনিটের মধ্যেই! শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নয়, ভারতের বাকি ম্যাচগুলোতেও টিকিটের চাহিদা অনেক। সবচেয়ে বেশি টিকিট কাটাও হচ্ছে ওই দেশ থেকেই।

অস্ট্রেলিয়ার পর্যটন দফতরের (Tourism Australia) প্রাথমিক অনুমান, শুধুমাত্র ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে না হলেও ৪৫ হাজার থেকে ৫০ হাজার লোক মেলবোর্ন ক্রিকেট মাঠে (Melbourne Cricket Ground) হাজির হতে পারেন।

আরও পড়ুন: Sourav Ganguly: জন্মদিনে বাঁধনহারা সৌরভ, লন্ডনের রাস্তায় ‘ওম শান্তি ওম’ গানে নাচলেন ভাংড়া